এইচটিএমএলঃ পর্ব- ৬ঃ h1, h2, h3, h4, h5 ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট

৬ষ্ঠ অধ্যায়

h1, h2, h3, h4, h5 ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট


দেরকে হেডার ট্যাগ বলা হয়।

<h1> HTML h1 Tag is for Largest Header </h1>
<h4> HTML h4 tag is the smallest Header </h4>

এই ট্যাগের মাঝে এইচটিএমএল এর হেডার টেক্সট থাকে। মানে আমরা কোন ওয়েবপেজের কোন লেখা আকর্ষণীয় করে বা বড় করে প্রদর্শন করতে এই ট্যাগ গুলো ব্যাবহার করতে পারি।
এরকম ৫টি ট্যাগ আছে।
নিচে একটি নমুনা এইচটিএমএল কোড, এটা লিখলে কেবল ৪টি হেডার দেখা যাবে।

<body>
<h1>Header 1 </h1>
<h2>Header 2 </h2>
<h3>Header 3 </h3>
<h4>Header 4 </h4>
<h5>Header 5 </h5>
</body>

  

এই ট্যাগগুলোর একটি অ্যাট্রিবিউট আছে। যেমন,
অ্যাট্রিবিউট
কাজ
মান
align
হেডারের এলাইনমেন্ট বা কোন পাশে অবস্থান করবে তা নির্ধারণ করবে।
Justify, left, right, center




একটা নমুনা পেজ, ট্রাই করে দেখতে সোর্স কোড,






<body bgcolor="green" text="yellow"> 
<h1 align="justify">Header 1 </h1>
<h2 align="left">Header 2 </h2>
<h3 align="center">Header 3 </h3>
<h4 align="right">Header 4 </h4>
<h5 align="center">Header 5 </h5>
</body>

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত