রাউটার গরম হয়ে যায়? ছোট্ট একটা ইলেক্ট্রনিক সমাধান!


আসসালামু আলাইকুম,

সেবার একটা রাউটারের রিভিউ দিয়েছিলাম, হ্যান্ডস অন রিভিউ, ওটা আমারই রাউটার।
মাগার এতো গরম হয়, বলার মতো না।
বাসায় ৫ জন ইউজার সারাক্ষন ওয়াইফাই চালালে যা হবার হয়।

ভয় লাগে, গরম হয়ে না জ্বলে না যায়।

তাই কম্পিউটারের কেসিং-এর দুইটা ফ্যান থেকে একটা খুলে নিলাম। কিনতেও পারতাম, কম্পিউটারের দোকানে ৬০ টাকা দিলেই একটা পাওয়া যায়।
কিনলাম না, কারন টাকার বহুত ডিমান্ড এখন। ভাগ্যিস প্রেম করি না, করলে পকেটে প্রজাপতি উড়তো। এখনো ভাংতি কয়েন আছে, এই যা। পাওয়ার দিয়েছি মবাইলের চার্জার দিয়ে।
এখন,
রাউটারের মেজাজ একদম ফুরফুরা!!!!




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত