৫ম অধ্যায়
<body> ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট
একে বডি ট্যাগ বলা হয়।
<body> HTML Display Contents Here </body>
এই ট্যাগের মাঝে এইচটিএমএল এর ডিস্প্লে কন্টেন্ট থাকে। মানে আমরা কোন ওয়েবপেজের যে অংশ দেখি সেটা এই ট্যাগের মাঝেই থাকে।
যেমন একটি নমুনা এইচটিএমএল ফাইল, এটা লিখলে কেবল HTML Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language লেখাটুকু দেখা যাবে।
<body background="http://www.techonthenet.com/images/logo.png">
<p>HTML Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language<p>
</body>
এই ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন,
অ্যাট্রিবিউট
কাজ
মান
bgcolor
ওয়েবপেজের ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করে
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, orange
background
ওয়েবপেজের ব্যাকগ্রাউন্ডে কোন ছবি সংযোজন
ছবির লিঙ্ক বা URL যেমন, http://google.com/image.png
link
ওয়েবপেজের লিঙ্ক গুলোর রঙ নির্ধারণ করে
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, red
vlink
ভিজিট করা হয়ে গেছে, এমন লিঙ্কের রঙ নির্ধারণ করে
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, black
text
ওয়েবপেজের সব লেখার রঙ নির্ধারণ করে
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, blue
একটা নমুনা পেজ, ট্রাই করে দেখতে সোর্স কোড,
<body text='white' bgcolor='green'>
<!-- paragraph here -->
<p>
<b>HTML</b> Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language
<p>
</body>
৫ম অধ্যায়
<body> ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট
একে বডি ট্যাগ বলা হয়।
<body> HTML Display Contents Here </body>
এই ট্যাগের মাঝে এইচটিএমএল এর ডিস্প্লে কন্টেন্ট থাকে। মানে আমরা কোন ওয়েবপেজের যে অংশ দেখি সেটা এই ট্যাগের মাঝেই থাকে।
যেমন একটি নমুনা এইচটিএমএল ফাইল, এটা লিখলে কেবল HTML Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language লেখাটুকু দেখা যাবে।
<body background="http://www.techonthenet.com/images/logo.png">
<p>HTML Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language<p>
</body>
|
এই ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন,
অ্যাট্রিবিউট
|
কাজ
|
মান
| ||
bgcolor
|
ওয়েবপেজের ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করে
|
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, orange
| ||
background
|
ওয়েবপেজের ব্যাকগ্রাউন্ডে কোন ছবি সংযোজন
|
ছবির লিঙ্ক বা URL যেমন, http://google.com/image.png
| ||
link
|
ওয়েবপেজের লিঙ্ক গুলোর রঙ নির্ধারণ করে
|
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, red
| ||
vlink
|
ভিজিট করা হয়ে গেছে, এমন লিঙ্কের রঙ নির্ধারণ করে
|
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, black
| ||
text
|
ওয়েবপেজের সব লেখার রঙ নির্ধারণ করে
|
রঙের নাম বা হেক্সাডেসিম্যাল নাম্বার। যেমন, blue
| ||
একটা নমুনা পেজ, ট্রাই করে দেখতে সোর্স কোড,
<body text='white' bgcolor='green'> </body> |
এর আরো অনেক অ্যাট্রিবিউট আছে, যা নতুনদের তেমন দরকার নেই। তবুও কেউ চাইলে এখানে থেকে নিতে পারো।