নিড ফোর স্পীড ২ঃ এসই - Need For Speed II:SE

আসসালামু আলাইকুম,

ছোটবেলায় কে এই গেইম খেলেন নাই?
আমি খেলেছি!

এই গেইম দিয়ে আমার গেইমিং-এ হাতেখড়ি!
কয়েকদিন আগে ইচ্ছা হল, এই গেইম আবার খেলবো, কারন শেষ খেলেছিলাম ২০০৪ সালে।
২০১৫ তে চালাতে গিয়ে ধরা খেলাম, গেইম রান করে না।
অনেক খুঁজে একটা প্যাচ খুঁজে পেলাম! সেটাই আপনাদের দেবো যারা আবার পুরনোকে উপভগ করতে চান!
এটা ইএ-র প্রথম গেইম! নাও হতে পারে :3
১৯৯৭ সালে রিলিজ হয় এই রেসিং গেইমটি।

nfs-se-2, need for speed 2, nfs2

এটাই আমার এনএফএস সিরিজের প্রথম খেলা গেইম।

আপনি ডাউনলোডের পর সেটআপ দিয়েও লাভ হবে না, মডার্ন গ্রাফিক্স কার্ডে এটা ২ডি গ্রাফিক্সের জন্য চলে না। এবং এটার গ্রাফিক্স রেন্ডারার ডাইরেক্ট এক্স বা থ্রি ডি এফএক্স সাপোর্ট করে না। ফএল গেইম গ্রাফিক্স কম্পিউটার ডিকোড করতে পারে না।
কিন্তু এই প্যাচ দিয়ে আপনি যেকোনো উইন্ডোজ পিসিতে এই গেইম রান করাতে পারবেন।

nfs se 2

প্রথমে আপনাকে ২ডি টু ৩ডি এফএক্স কনভার্টার বা রেন্ডারার যোগাড় করতে হবে। এটা ছাড়া তুমি এনএফএস ২, রোড রাশ, ভিকপ ইত্যাদি পুরাতন গেইম মডার্ন কম্পিউটারগুলোতে চালাতে পারবে না। এই রেন্ডারারের না nGlideDownload করো এবং সেটআপ করো।

nfs-se-2-2

এখন এনএফএস ২ এর প্যাচ এখান থেকে download করে কপি করে যে ডিরেক্টরিতে এনএফএস ২ সেটাপ করেছো সেখানে পেস্ট করে এক্সট্রাক্ট করো। এবং তারপর .bat ফাইল দিয়ে সেটিপ করো। এখন স্টার্ট বাটনে চেপে nGlide খুঁজে বের করে চালু করো, এবং ছোট হাতের অক্ষরের যে অ্যাপলিকেশন আছে, সেটা দিয়ে গেইম চালু করো।




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত