ব্লগারের লেটেস্ট কমেন্ট উইজেট

ব্লগারের লেটেস্ট কমেন্ট উইজেট
আসসালামু আলাইকুম।
আপনাদের আজ দিবো সুন্দর একটি রিসেন্ট কমেন্ট উইজেট। এই উইজেটের ডেমো


কোড:

<style type="text/css">
.rc{padding-left:24px; padding-top: 6px;}
.rc a:hover {color: #F3903E;text-decoration: none;}
.rc-ico{margin-left:-20px;margin-top:4px;float:left; margin-right:3px}
.rc-ico img {margin-top: -2px;margin-right:5px; border: 2px solid #fff;-webkit-border-radius: 100px;-moz-border-radius: 100px;border-radius: 100px;-webkit-box-shadow: 0 1px 2px rgba(0, 0, 0, .4);-moz-box-shadow: 0 1px 2px rgba(0, 0, 0, .4);box-shadow: 0 1px 2px rgba(0, 0, 0, .4);
-webkit-transition: all 1s ease-in-out;
-moz-transition: all 1s ease-in-out;
-o-transition: all 1s ease-in-out;
-ms-transition: all 1s ease-in-out; }
.rc-ico img:hover {-webkit-transform: rotate(360deg);
-moz-transform: rotate(360deg);
-o-transform: rotate(360deg);
-ms-transform: rotate(360deg);}
.rc-header{font-size: 13px;}
.rc-header a{}
.rc-body{font-style: italic; font-size:11px;padding: 0px 4px 1px 10px;border: 1px solid transparent;}
.rc-footer{font-size:11px; float: right;}
</style>
<script type="text/javascript">
var numRecentComments = 5;
var maxCommentChars = 67;
var trueAvatars = true;
var urlMyAvatar = '';
var urlMyProfile = '';
var cropAvatar = true;
var sizeAvatar = 30;
var urlNoAvatar = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnyHutMyZwBvNaJUzFF6TxRyE24ezmFJOqvVa__xd0IWPaAHsDzFfnS6k-r1ny6qOGOLBMNyIlWTM9Cn6tNuq6MPq8lH89GviIaqbhxNIi343NslOuztvuhlRooJXN7SGcX4XrQBNFbHC7/"+sizeAvatar+"/anonymous-Icon.jpg";
var urlAnoAvatar = 'http://www.gravatar.com/avatar/00000000000000000000000000000000?d=mm&s=' + sizeAvatar;
var txtMore = '';
var txtWrote = 'commented:';
var txtAnonymous = '';
var maxResultsComments = "";
var numPerPost = 2;
var maxPostTitleChars = 40;
var getTitles = true;
var maxResultsPosts = "";
var txtTooltip = '[user] on &quot;[title]&quot; - [date MM-dd-yyyy hh:mm]';
var urlToTitle = {};
function replaceVars(text, user, title, date) {
text = text.replace('[user]', user);
text = text.replace('[date]', date.toLocaleDateString());
text = text.replace('[datetime]', date.toLocaleString());
text = text.replace('[time]', date.toLocaleTimeString());
text = text.replace('[title]', title.replace(/\"/g,'&quot;'));
var i = text.indexOf("[date ");
if(i > -1) {
var format = /\[date\s+(.+?)\]/.exec(text)[1];
if(format != '') {
var txtDate = format.replace(/yyyy/i, date.getFullYear());
txtDate = txtDate.replace(/yy/i, date.getFullYear().toString().slice(-2));
txtDate = txtDate.replace("MM", String("0"+(date.getMonth()+1)).slice(-2));
txtDate = txtDate.replace("mm", String("0"+date.getMinutes()).slice(-2));
txtDate = txtDate.replace("ss", String("0"+date.getSeconds()).slice(-2));
txtDate = txtDate.replace("dd", String("0"+date.getDate()).slice(-2));
//or: txtDate = txtDate.replace("dd", date.getDate());
txtDate = txtDate.replace("hh", String("0"+date.getHours()).slice(-2));
//or: txtDate = txtDate.replace("hh", date.getHours());
text = text.replace(/\[date\s+(.+?)\]/, txtDate)
}
}
return text;
}
if(urlMyProfile == "") {
var elements = document.getElementsByTagName("*");
var expr = /(^| )profile-link( |$)/;
for(var i=0 ; i<elements.length ; i++)
if(expr.test(elements[i].className)) {
urlMyProfile = elements[i].href;
break;
}
}
function getPostUrlsForComments(json) {
for(var i = 0 ; i < json.feed.entry.length ; i++ ) {
var entry = json.feed.entry[i];
for (var k = 0; k < entry.link.length; k++ ) {
if (entry.link[k].rel == 'alternate') {
href = entry.link[k].href;
break;
}
}
urlToTitle[href] = entry.title.$t;
}
}
function showRecentComments(json) {
var postHandled = {};
var j = 0;
if(numPerPost) {
while(numPerPost < numRecentComments) {
for(var i = 0 ; i < json.feed.entry.length ; i++ ) {
var entry = json.feed.entry[i]; if(entry.author[0].name.$t=="Blogger User") continue;
if(entry["thr$in-reply-to"]) {
if(!postHandled[entry["thr$in-reply-to"].href])
postHandled[entry["thr$in-reply-to"].href] = 1;
else
postHandled[entry["thr$in-reply-to"].href]++;
if(postHandled[entry["thr$in-reply-to"].href] <= numPerPost)
j++;
}
}
if(j >= numRecentComments)
break;
numPerPost++;
j = 0;
postHandled = {};
}
if(numRecentComments == numPerPost)
numPerPost = 0;
}
postHandled = {};
j = 0;
for(var i = 0 ; j < numRecentComments && i < json.feed.entry.length ; i++ ) {
var entry = json.feed.entry[i]; if(entry.author[0].name.$t=="Blogger User") continue;
if(numPerPost && postHandled[entry["thr$in-reply-to"].href] && postHandled[entry["thr$in-reply-to"].href] >= numPerPost)
continue;
if(entry["thr$in-reply-to"]) {
if(!postHandled[entry["thr$in-reply-to"].href])
postHandled[entry["thr$in-reply-to"].href] = 1;
else
postHandled[entry["thr$in-reply-to"].href]++;
j++;
var href='';
for (var k = 0; k < entry.link.length; k++ ) {
if (entry.link[k].rel == 'alternate') {
href = entry.link[k].href;
break;
}
}
if(href=='') {j--; continue; }
var hrefPost = href.split("?")[0];
var comment = "";
if("content" in entry) comment = entry.content.$t;
else comment = entry.summary.$t;
comment = comment.replace(/<br[^>]*>/ig, " ");
comment = comment.replace(/<\S[^>]*>/g, "");
var postTitle="-";
if(urlToTitle[hrefPost]) postTitle=urlToTitle[hrefPost];
else {
if(hrefPost.match(/\/([^/]*)\.html/)) postTitle = hrefPost.match(/\/([^/]*)\.html/)[1].replace(/_\d{2}$/, "");
postTitle = postTitle.replace(/-/g," ");
postTitle = postTitle[0].toUpperCase() + postTitle.slice(1);
}
if(maxPostTitleChars && postTitle.length > maxPostTitleChars) {
postTitle = postTitle.substring(0, maxPostTitleChars);
var indexBreak = postTitle.lastIndexOf(" ");
postTitle = postTitle.substring(0, indexBreak) + "...";
}

var authorName = entry.author[0].name.$t;
var authorUri = "";
if(entry.author[0].uri && entry.author[0].uri.$t != "")
authorUri = entry.author[0].uri.$t;
var avaimg = urlAnoAvatar;
var bloggerprofile = "http://www.blogger.com/profile/";
if(trueAvatars && entry.author[0].gd$image && entry.author[0].gd$image.src && authorUri.substr(0,bloggerprofile.length) == bloggerprofile)
avaimg = entry.author[0].gd$image.src;
else {
var parseurl = document.createElement('a');
if(authorUri != "") {
parseurl.href = authorUri;
avaimg = 'http://www.google.com/s2/favicons?domain=' + parseurl.hostname;
}
}
if(urlMyProfile != "" && authorUri == urlMyProfile && urlMyAvatar != "")
avaimg = urlMyAvatar;
if(avaimg == "http://img2.blogblog.com/img/b16-rounded.gif" && urlNoAvatar != "")
avaimg = urlNoAvatar;
var newsize="s"+sizeAvatar;
avaimg = avaimg.replace(/\/s\d\d+-c\//, "/"+newsize+"-c/");
if(cropAvatar) newsize+="-c";
avaimg = avaimg.replace(/\/s\d\d+(-c){0,1}\//, "/"+newsize+"/");
if(authorName == 'Anonymous' && txtAnonymous != '' && avaimg == urlAnoAvatar)
authorName = txtAnonymous;
var imgcode = '<img height="'+sizeAvatar+'" width="'+sizeAvatar+'" title="'+authorName+'" src="'+avaimg+'" />';
if (authorUri!="") imgcode = '<a href="'+authorUri+'">'+imgcode+'</a>';
var clsAdmin = "";
if(urlMyProfile != "" && authorUri == urlMyProfile)
clsAdmin = " rc-admin";
var datePart = entry.published.$t.match(/\d+/g); // assume ISO 8601
var cmtDate = new Date(datePart[0],datePart[1]-1,datePart[2],datePart[3],datePart[4],datePart[5]);

var txtHeader = txtWrote;
if(txtWrote.indexOf('[')==-1)
txtHeader = authorName + ' ' + txtWrote;
else
txtHeader = replaceVars(txtHeader, authorName, postTitle, cmtDate);

var tooltip = replaceVars(txtTooltip, authorName, postTitle, cmtDate);
if(!/#/.test(href)) href += "#comments";
document.write('<div title="'+tooltip+'" class="rc'+clsAdmin+'">');
document.write('<div title="'+tooltip+'" class="rc-header'+clsAdmin+'"><div title="'+tooltip+'" class="rc-ico'+clsAdmin+'">'+imgcode+'</div><a title="'+tooltip+'" href="' + href + '">' + txtHeader + ' </a></div>');
if(comment.length < maxCommentChars)
document.write('<div title="'+tooltip+'" class="rc-body'+clsAdmin+'">' + comment + '</div>');
else {
comment = comment.substring(0, maxCommentChars);
var indexBreak = comment.lastIndexOf(" ");
comment = comment.substring(0, indexBreak);
document.write('<div title="'+tooltip+'" class="rc-body'+clsAdmin+'">' + comment + '...</div>');
if(txtMore != "") {
var moretext = replaceVars(txtMore, authorName, postTitle, cmtDate);
document.write('<div title="'+tooltip+'" class="rc-footer'+clsAdmin+'"><a title="'+tooltip+'" href="' + href + '">' + moretext + '</a></div>');
}
}
document.write('<div style="clear:both;"></div></div>');
}
}
}
if(getTitles)
document.write('<script type="text/javascript" src="http://'+window.location.hostname+'/feeds/posts/summary?redirect=false'+maxResultsPosts+'&alt=json-in-script&callback=getPostUrlsForComments"></'+'script>');
document.write('<script type="text/javascript" src="http://'+window.location.hostname+'/feeds/comments/default?redirect=false'+maxResultsComments+'&alt=json-in-script&callback=showRecentComments"></'+'script>');
</script>
আরও পড়ুন

নিয়ে নিন ইংরেজি ও বাংলার ২০০ টি অসাধারণ ফন্ট একটি প্যাকেজে

নিয়ে নিন ইংরেজি ও বাংলার ২০০ টি অসাধারণ ফন্ট একটি প্যাকেজে
আপনি কি ফটোশপে গ্রাফিক্সের কাজ করেন?

তবে আপনার এটা কাজে লাগবে বলেই আমি সুনিশ্চিত। এখানে বাংলা ইউনিকোড, সিম্বল ফন্ট, ইংলিশ ফন্ট, আরাবিক ফন্ট, হিন্দি ফন্ট সকল ফন্টের বিভিন্ন স্তাইল এক করা আছে।

তবে বিজয়ের ফন্ট এখানে বেশি আছে।

বিজয় দিয়ে যারা লিখতে পারেন তারা অভ্র কীবোর্ডের টাস্কবার আইকন < টুলস < ইউনিকোড টু বিজয় কনভার্টার দিয়ে লিখতে পারেন।

অথবা এখানে থেকে টুলটি আলাদা ভাবে ডাউনলোড করে নিতে পারেন।

সিরিজের লোগো


ফন্ট প্যাক ১
ফন্ট প্যাক ২
ফন্ট প্যাক ৩


আরও পড়ুন

সে সকল গান যা বন্ধু দিবসে বন্ধুকে উৎসর্গ করতে পারেন

সে সকল গান যা বন্ধু দিবসে বন্ধুকে উৎসর্গ করতে পারেন
বন্ধু, পরিবারের মতই বন্ধুও গুরুত্বপূর্ণ।
কখন কাকে যে কোন প্রয়োজনে লাগে কে বলতে পারে? ভালো বন্ধু আসলেই খুবই গুরুত্বপূর্ণ।
ভালো বন্ধু হয়ে উঠতে পারে আপনার সহপাঠি, প্রতিবেশি, ভাই, বোন, মা, বাবা।

ভালো বন্ধু ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, যদিও এতে অনেকের ভিন্ন মত রয়েছে।

বন্ধুকে বন্ধু দিবসে দিতে পারেন লকেট, রিষ্টব্যান্ড (যেটা দুটা কিন্তু দুটাই এক রকম) ইত্যাদি। ফুলও দিতে পারেন।

তবে বন্ধু দিবসের অনুষ্ঠানে যেসব গান আপনি সকলকে শোনাতে পারেন, (নিজ গলায় গান কিংবা স্পীকারে বাজান)
এরকম এযুগের ৩ টি গান আপনাকে দিচ্ছি,

বন্ধু - তপু
Bondhu - Topu

ডাউনলোড করুন



পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক,
সবাই বলে করছ ভুল আর, তোরা বলিস ঠিক ।
তোরা ছিলি ।
তোরা আছিস ।
জানি তোরাই থাকবি ।
বন্ধু...........বোজে আমাকে
বন্ধু আছে হে.... হে....  আর কি লাগে ।

সুসম্পর্ক, দূরসম্পর্ক , আত্নিয়, অনাত্নিয়
শত্রু, মিত্রু, রক্তে সম্পর্কে , কেউবা দ্বিতীয় ।
শত শত দূরে কাছে, বৈধ অবৈধ,
হাজারো এসব সম্পর্ক ভাঙ্গে , থাকে বন্ধুত্ব ।
তোরা ছিলি ।
তোরা আছিস ।
জানি তোরাই থাকবি ।
বন্ধু.........বোঝে আমাকে
বন্ধু আছে হে..... হে.....  আর কি লাগে ।

কিছু কথা যা, যায় না বলা কাওকে ,
কিছু কাজ যা, যায় না করা সহজে ,
কিছু আচরণ, মানে না কেউ সামনে ,
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই ।
সবি হয়   যদি তোরা   থাকিস সেখানে  ।
বন্ধু..........বোঝে আমাকে
বন্ধু আছে হে.... হে.... / আর কি লাগে ।
বন্ধু..........বোঝে আমাকে
বন্ধু আছে হে.... হে....  আর কি লাগে ।


বন্ধু - মিনার

Bondhu - Minar

ডাউনলোড করুন


বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলের একলা কোন পথে
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তোরাঁর ব্যস্ত চায়ের কাপে

তোকে কি কখনও ভুলা যায়
তবুও দিন কেটে যায় !

বন্ধু তোকে মনে পড়ে খেলার মাঠে ক্রিকেট ব্যাটে
আর প্রাণহীন আড্ডায়
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গণের অসীম শূন্যতায়
বন্ধু তোকে মনে পড়ে
সবুজ ঘাসের ঠোঁটের কোণে তপ্ত রোদের আভায়
বন্ধু তোকে মনে পড়ে
রাতের রাজপথে সোডিয়াম আলো আর এক পশলা বর্ষায়


দেখা হবে বন্ধু - পার্থ মজুমদার
Dekha Hobe Bondhu - Partho Majumdar

ডাউনলোড করুন
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
আরও পড়ুন

জিটিএ ভাইস সিটি আল্টিমেট মোড

জিটিএ ভাইস সিটি আল্টিমেট মোড
আসসসালামু আলাইকুম,
কেমন আছেন? ঈদ কি ভালই গেল?

হয়তোবা আমার ও আমার গ্যাংএর প্রথম মডিফাইড গেইমটি দেখেছেন বা খেলেছেন।
না থাকলে এই লিঙ্ক ফলো করতে পারেন।


এইবার আমরা তার আল্টিমেট ভার্সন ( মডিফিকেশন ) তৈরি করেছি।

এবারেও আমার ফুল গ্যাং (মাহফুজ হোসেন মাহিন) আমায় হেল্প করেছে।

এইবার আমরা নতুন মোডে যেসব ফিচার দিয়েছি,
  • স্টার্টে ৫০০০০০ টাকা
  • স্ট্রিটে কমব্যাট হেলিকপ্টার।
  • প্রত্যেকটি নতুন গাড়ি, বোট, এয়ারক্র্যাফট।
  • নতুন গ্রাফিক্স।
  • নতুন টেক্সচার।
  • নতুন ওয়েপন।
  • প্রতি রাস্তায় র‍্যাম্প।
  • স্পিডোমিটার।
  • সব মিশন আনলক।
  • নতুন কার্সর ও ক্রসহেয়ার।
  • প্লেলিস্ট।

এখানে কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম,


নতুন ক্রসহেয়ার

বাইকের নস!

পুলিশের বাইক পুলিশ না, আপনি চালাবেন!

কমেঞ্চ কমব্যাট কপটার!

স্ট্যাচু অফ লিবার্টি?!?

রাস্তার পাশেই র‍্যাম্প

আকাশের নতুন টেক্সচার!

একটু স্টান্ট ১

একটু স্টান্ট ২

এক্তু স্টান্ট ৩

একটু স্টান্ট ৪




হেলিকপ্টারের স্টান্ট!!!!



ডাউনলোড করে নিন



আরও পড়ুন

দা রিলস - ওয়েলকাম টু বাংলাদেশ

দা রিলস - ওয়েলকাম টু বাংলাদেশ
গ্রাফিক্স দেখে মনে করেছিলাম বিদেশি কোনো কোম্পানি বানাচ্ছে। এদেশের পটভুমিতে।

ভালো করে পড়ে দেখলাম, বাংলাদেশিরাই নাকি বানাচ্ছেন।
তাও  গেইমটি এক্সবক্স ৩৬০ও উইন্ডোজ সাপোর্ট করে।

এটি একটি স্টোরি লাইন ভিক্তিক রেসিং গেম যা নির্মানাধীন রয়েছে এবং এর নির্মাতা LAI MASSIVE ।

টাইটেল মেনু

গেমটির ডেভেলপমেন্ট শুরু হয় গত বছরের আগষ্ট মাসে এবং গেমটি এই মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও গেইমটির উন্নয়নের কাজের জন্য ডেভেলপার রিলিজ প্রায় ১ মাস পিছিয়ে দিয়েছেন।
গেমটির দাম রাখা হবে মাত্র ২০০ টাকা।

স্টোরিঃ

২০১৫ সালের নববর্ষ!
নতুন বছরে বাংলাদেশে বেড়াতে আসে জেসন!

আর সে বাংলাদেশে এডভেঞ্চারের স্বাদ নিতেই ঘুরতে আসে...

 কিন্তু তার সকল প্ল্যান উলোট পালোট হয়ে যায় . . . . .


স্টোরি সম্পর্কে শুধু এটুকুই বলা আছে।

গেমটিতে বাংলাদেশের রাজধানী ঢাকা, ফেনী এবং চট্টগ্রাম প্লট হিসেবে ব্যবহার করা হয়েছে।

গেমটিতে স্টোরির সাথে আমরা বিলাসবহুল গাড়ি নিয়ে রেসিং এবং ফ্রি রোমে ঘুরে বেড়াতে পারবো!

বাংলাদেশের গেমস হিসেবে গ্রাফিক্স চমৎকার। লিবারেশন ৭১ গেমটি দিয়ে বাংলাদেশের প্রথম অ্যাকশান গেইম গেইম এবং রিলস গেইমটির মাধ্যামে প্রথম বাংলাদেশী রেসিং গেম প্রকাশ পাবে।

গেমটির বেটা (BETA) সংস্করণে ফাস্ট পারসন ভিউ থাকলেও জানা গেছে পিট ক্যামেরা ভিউতে কিছু বাগ কারণে গেমটি থেকে এই ফিচারটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।



  • নির্মাতা এবং প্রকাশকঃ Lai Massive
  • ইঞ্জিণঃইউনিটি থ্রিডি
  • প্ল্যাটফরমঃ মাইক্রোসফট উইন্ডোজ ভিক্তিক পিসি এবং এক্সবক্স ৩৬০
  • মুক্তি পেয়েছেঃ ফেব্রুয়ারী – মার্চ , ২০১৫
  • খেলার ধরণঃ সিঙ্গেল প্লেয়ার


সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

সর্বনিম্নে,


  • কোর ২ ডুয়ো প্রসেসর,

  • ৪ গিগাবাইট র‌্যাম,

  • রাডিয়ন ৬৬৫০ কিংবা এনভিডিয়া জিটিএস ৪৬০ গ্রাফিক্স কার্ড,

  • উইন্ডোজ সেভেন,

  • ৫ গিগাবাইট হার্ডডিক্স এর স্পেস,

  • ডাইরেক্স এক্স ১১


ভালো ভাবে খেলতে হলেঃ



  • কোর আই ৫ প্রসেসর,

  • ৬ গিগাবাইট র‌্যাম,

  • এনভিডিয়া জিটিএক্স ৬০০ গ্রাফিক্স কার্ড,

  • উইন্ডোজ সেভেন ৬৪ বিট অপারেটিং সিস্টেম,

  • ডাইরেক্ট এক্স ১১,

  • ৫ গিগাবাইট হার্ডডিক্স এর স্পেস,


গেম-প্লে ট্রেইলার ভিডিওঃ






স্ক্রিনশুটঃ







আরও পড়ুন

ফাইনাল ফরট্রেস

ফাইনাল ফরট্রেস
একটা অসাধারন অ্যাকশন গেইম " ফাইনাল ফরট্রেস"
ইউদা গেইমস তৈরি করেছে এই গেইমটি। মূলত ফ্ল্যাশ আনিমেশন গেইম হিসেবেই আছে এটি ।



আপনি এখানে একটা ক্যানন অপারেট করবেন।

শত্রুপক্ষ আপনার ফরট্রেস দখল নিতে গুলি করবে, এয়ার এটাক করবে।
পারলে অ্যাটম বোমাও ছুঁড়বে। আর্টিলারি ছুঁড়বে।

যদি আপনি আর্টিলারি থেকে শহর বাচাতে পারেন তবে বোনাস টাকা পাবেন। না বাচাতে পারলে টাকা কাঁটা যাবে।

আপনাকে লেভেল শেষ করে টাকা দিয়ে মেশিন গান, স্যাম টারেট, গ্রেনেদ লঞ্চার ইত্তাদি কিনে নিতে হবে।

ইচ্ছা হলে মাইন ও পুতে দিতে পারেন।

গেইমটির ফ্ল্যাশ ভার্সনে কম লেভেল আছে। তবে ফুল ভার্সন দেওয়ার চেষ্টা করবো।






অনলাইনে খেলুন জিআর+ 'এ        Download 3MB


অথবা,

আরও পড়ুন

"কুরবানি স্টাইল" গানের লিরিক্স

"কুরবানি স্টাইল" গানের লিরিক্স

গানটি ডাউনলোড করুন


সকাল বেলা গরু কিনতে আইলাম আমি হাটে
 চারিদিকে গরু দেখি দাঁত বাইর কইরা হাসে!

কয়, "কিনতে আইছোস আমারে তুই টাকা আনছোস কতো?"
 "টাকা আনবি আমার গায়ে গোশতো আছে যতো!!"

পারমুনা ভাই!
গরু কিনতে গিয়া এখন মন ছাগল চায়।
 আশে-পাশে দেখি হেইলা দুইলা উট'ও যায়!
গরু-ছাগলের দামের চেয়ে "হাসিল" চায় বেশি,
গরু কিনবো আমি দেশী!!

দেশী গরু!
একদম সরু!!
গোশতো হইবোনা....দুই কেজি। frown ইমোটিকন

ভাইই এইডা গরু...কুরবানী দিমু!
গোশতো খামু....গোশতো খামু....!
গোশতো খামু.......কুরবানী দিমু
 গোশতো খামু...খামু...খামু...খামু..খামু!!!!!

কসাই কোথায় পাই?

এএএএএএই গরু কিনছি!
 এএএএএএএই গরু কিনছি!!
 গগগগগ....কুরবানী স্টাইল।!



আরও পড়ুন

জাভাস্ক্রিপ্ট অডিও প্লেয়ার audio.js

জাভাস্ক্রিপ্ট অডিও প্লেয়ার audio.js
আসসালামু আলাইকুম,
আপনি নিশ্চয়ই <audio> ট্যাগ ইউজ করেছেন।

এখন আপনাদের জাভাস্ক্রিপ্ট অডিও প্লেয়ার বানানো শিখিয়ে দেবো।

যদি আপনার ব্লগস্পট সাইট হয়, তবে Templete>Edit HTML দিয়ে <head> ও </head> এর মাঝে নিচের কোড পেস্ট করে দিন।

<script src="http://kolber.github.io/audiojs/audiojs/audio.min.js"></script>
<script>
      audiojs.events.ready(function() {
        audiojs.createAll();
      });
</script> 

এখন আপনার কাজ শেষ!

কেবল নিচের মতো করে অডিও ইম্বেড করতে হবে আপনাকে,
<audio src="http://ge.tt/api/1/files/6VtKUPO2/2/blob?download" preload="auto"></audio>

প্রয়জনে কাস্টম সিএসএস দিতে পারেন,


<style>
p { clear: both; }
      .audiojs { height: 22px; background: #404040;
        background-image: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0, #444), color-stop(0.5, #555), color-stop(0.51, #444), color-stop(1, #444));
        background-image: -moz-linear-gradient(center top, #444 0%, #555 50%, #444 51%, #444 100%);
        -webkit-box-shadow: 1px 1px 8px rgba(0, 0, 0, 0.3); -moz-box-shadow: 1px 1px 8px rgba(0, 0, 0, 0.3);
        -o-box-shadow: 1px 1px 8px rgba(0, 0, 0, 0.3); box-shadow: 1px 1px 8px rgba(0, 0, 0, 0.3); }
      .audiojs .play-pause { width: 15px; height: 20px; padding: 0px 8px 0px 0px; }
      .audiojs p { width: 25px; height: 20px; margin: -3px 0px 0px -1px; }
      .audiojs .scrubber { background: #5a5a5a; width: 310px; height: 10px; margin: 5px; }
      .audiojs .progress { height: 10px; width: 0px; background: #ccc;
        background-image: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0, #ccc), color-stop(0.5, #ddd), color-stop(0.51, #ccc), color-stop(1, #ccc));
        background-image: -moz-linear-gradient(center top, #ccc 0%, #ddd 50%, #ccc 51%, #ccc 100%); }
      .audiojs .loaded { height: 10px; background: #000;
        background-image: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0, #222), color-stop(0.5, #333), color-stop(0.51, #222), color-stop(1, #222));
        background-image: -moz-linear-gradient(center top, #222 0%, #333 50%, #222 51%, #222 100%); }
      .audiojs .time { float: left; height: 25px; line-height: 25px; }
      .audiojs .error-message { height: 24px;line-height: 24px; }
      .track-details { clear: both; height: 20px; width: 448px; padding: 1px 6px; background: #eee; color: #222; font-family: monospace; font-size: 11px; line-height: 20px;
        -webkit-box-shadow: inset 1px 1px 5px rgba(0, 0, 0, 0.15); -moz-box-shadow: inset 1px 1px 5px rgba(0, 0, 0, 0.15); }
      .track-details:before { content: '♬ '; }
      .track-details em { font-style: normal; color: #999; }
    </style>
আরও পড়ুন

আপনার চুলায় কার্বন ফিলামেন্ট!

আপনার চুলায় কার্বন ফিলামেন্ট!
আসসালামু আলাইকুম,
এক কালের হ্যাজাক লাইট কি দিয়ে চলতো জানেন? কার্বন ফিলামেন্ট।

এই কার্বন ফিলামেন্ত আপনি নিজের চুলায় বানাতে পারেন।

কিছুই লাগবে না। কেবল একটুকরা কাগজ চুলার মাঝে ঠিক শিখার ওপর জ্বলতে দিন। পুরোটা জ্বলে গেলে যখন ছাই সাদা হয়ে যাবে তখন এটা ফিলামেন্ট হয়ে যাবে।




আরও পড়ুন

৪৯টি প্রয়োজনীয় উইন্ডোজের উইজেট

৪৯টি প্রয়োজনীয় উইন্ডোজের উইজেট
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আপনি বোধহয় উইন্ডোজ ৭ অথবা ৮ ব্যাবহার করছেন।

আপনি কি ডেক্সটপ উইজেট ব্যাবহার করেন?

উইজেট হল অনেকটা এন্ড্রয়েড উইজেটের মতো। আপনার ডেক্সটপ উইন্ডোতে এরা ভেসে থাকবে এবং আপনার প্রয়োজনীয়
তথ্য প্রদর্শন করবে।

জিনিশ গুলো বিরক্তিকর হলেও বেশ কিছু ডেক্সটপ উইজেট আছে যেগুলো বেশ কাজের।
বিল্ট ইন যেসব উইজেট দ্যায় সেগুল তেমন কাজের না।
আমি আপনাদের ৪৯টি উইন্ডোজ ৭ ও ৮ এর কাস্টম উইজেট দিচ্ছি একটি জিপ ফাইলে।
ফাইলটি পাসওয়ার্ড চাইলে ইংরেজিতে bloggertawsif লিখে দেবেন।

এখানে আছে,


  • আবহাওয়া উইজেট
  • স্পোর্টস উইজেট
  • ওয়াইফাই উইজেট
  • নেটওয়ার্ক উইজেট
  • ব্যান্ডউইথ উইজেট
  • ক্যালকুলেটর উইজেট
  • এইচডিডি মনিটর
  • সিপিইউ মনিটর
  • নেটওয়ার্ক মনিটর
  • আরও অনেক কিছু ...।
ফাইলটি মাত্র ১০.৮ এমবি


আরও পড়ুন

ডিজলাইক নয়, সরি বাটন

ডিজলাইক নয়, সরি বাটন



আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনার সকলে?

আল্লাহর রহমতে যেন সকলে সুস্থ থাকেন।


খবর হয়তো শুনেছেন...

ফেসবুকে কোনো পোস্ট পছন্দ না হলে 'ডিসলাইক' বাটন আসতে চলেছে।

মার্ক দাদা সেটাই সকলকে বলে দিয়েছেন।

এই খবরের পুরোটা সত্যতা নেই।

কারণ কারো মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়, বা শরণার্থি সমস্যা নিয়ে যা চলছে সেই বিষয়ে কোনো পোস্ট হলে তাতে ডিসলাইক দেয়া হলে ব্যাপরটা বেশ বিব্রতকর মনে হবে। ধরুন কেউ মারা গেল। আপনি তাতে 'ডিসলাইক' করলেন। কিন্তু সেই ডিসলাইকটা কিসের জন্য! মানুষের মৃত্যুতে!

কারো প্রিয়জন মারা গেলেও অনেকে স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে লাইক দিলেও সেটা সকলের কাছেই বিব্রতকর মনে হয়।

তাই আমিও এখন এরকম পোস্টে লাইক দেই না। কমেন্ট করি কেবল সমবেদনা জানানর জন্য।




আমার মতামত ছিল ক্যাটাগরি করে পোস্ট করার ব্যাবস্থা করার জন্য। যেমন, মৃত্যুর খবর, দুর্ঘটনার খবর, সমবেদনার খবর ,আনন্দের খবর ইত্তাদি ইত্তাদি ইত্তাদি।

তাহলে মানুশ তাদের ক্যাটাগরি মতো পোস্টে লাইক, দিজলাইক, সরি, বুউউ (!) ইত্যাদি এক্সপ্রেশন দিতে পারবেন।

ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ বলছেন, "আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কোনো ফোরাম নয় যে মানুষ 'লাইক', 'ডিসলাইক' অপশন ব্যবহার করে ভোটিং করবে।"


তাহলে? ফেসবুক কি করবে?

ফেসবুক আনতে চলেছে সরি বাটন। যা ব্যবহার করে কারো মৃত্যু বা দুর্ভাগ্যজনক কোনো ঘটনাতে আপনি 'সরি' বাটন টিপে আপনার প্রতিক্রিয়া জানালেন।

ফেসবুক 'ডিসলাইক' বাটন নিয়ে কাজ করছে। খুব শিগগির এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।


আমিও অধির আগ্রহে অপেক্ষা করছি।

আরও পড়ুন

যুদ্ধক্ষেত্র

যুদ্ধক্ষেত্র


আমার নাম আহমেদ সালেহিন। 
বয়স ২৪ বছর। হাভারড ইউনিভার্সিটি থেকে সিএসইতে পিএইচডি করেছি।
এখন দেশে ফিরে সবচেয়ে বড় আইটি ফার্ম ইনফিনিটি ইনকর্পোরেটেডে যোগ দিয়েছি প্রোগ্রামিং সেক্টরের সিইও হিসাবে। এমনিতে ইউনিভার্সিটিতে ক্লাস নিই।

একদিন ভার্সিটিয়ের ক্লাস শেষ, নিজের চেম্বারে আছি। চিন্তা করছি যে মানুষের পৃথিবী ধ্বংসের কথা ছিল তা আজ সবুজে সজীব।

মানুষ কি তবে তার ভুল শুধরে নিতে শিখলো?





এরকম ভাবনাটা ভেঙ্গে গেল মেইলের আওয়াজে। ইনফিনিটির এইচকিউতে যাওয়া লাগবে। ধিরে সুস্থে নিচে নামতে লাগলাম।

আমার চেম্বার ১৬ তলায়। এমনিতে লিফটে নামি। তবে আজ যেন সময় কাটাতেই সিঁড়ি দিয়ে নামলাম।

গেটের সামনের পারকিং লট থেকে বাইক আনলক করে তাতে করে আপেক্ষিকের এইচকিউ তে রওয়ানা হলাম।





আমার ভার্সিটি তেজগাঁওয়ে, উত্তরার এইচকিউতে যেতে সময় লাগলো ৫০ মিনিট। আসার সময় মনে হল বাইক ছুটিয়েছি ঘণ্টায় ১২০ মাইলে!

তবুও এতো দেরিতে?

যাই হোক, ভেবে লাভ নেই, বাইক আন্ডারগ্রাউন্ড গ্যারেজে পার্ক করে লিফটে ৫ তলায় উঠলাম ।



আমাদের এইচকিউ ৭ তলা। উত্তরায় জায়গা কিনে তাতে ভবন উঠাতে হয়েছে। আগে মিরপুরে ৩ তলা ভবন ভাড়া করে কাজ করতাম আমরা।

কিন্তু স্লিপ সিমিউলেসশন সফটওয়্যারের পেটেন্ট বিক্রয় করেছি আমরা ৩৫ মিলিওন ডলারে! তার ৬৫ শতাংশ আপেক্ষিকের কাজে আর বাকি টাকা প্রোজেক্টের সকলের কাছে মূল্য হিসাবে দিয়েছি। সেই টাকা দিয়ে এখানে ভবন তলা হয়েছে। এমনকি এখানে একটা শক্তিশালী সুপার কম্পিউটারও আছে,

সম্পূর্ণই দেশে তৈরি করা। তার একটা কপি আমরা সামরিক প্রতিরক্ষা দপ্তরে বিক্রি করেছি।

এখানে প্রায় সারা পৃথিবী থেকে ৪ লাখ মানুষ অনলাইনে কাজ করে। বেশ বড় পরিসরে!

৫ তলায় আমার রুম আছে, সেখানে কাজ করি। প্রয়োজন রাতে থাকি। আবা রেতাই আমার এখানে চেম্বার।

গিয়ে বসলাম। এখন আমার দায়িত্ব পড়েছে রিয়েল টাইম হিউম্যান সিমিউলেসশন নামের একটা কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রোগ্রামারদের কাজ

পরিচালনা করা। কাজটা আমার ভালই লাগে।

কিন্তু আজ বিরক্ত লাগছিল। প্রোজেক্টের প্রায় ৮৯ শতাংশ শেষ বলে আজকের রিপোর্ট আসেছে। এখন ডেমো রান করা হচ্ছে।

কিভাবে ইনপুট আউটপুট দেবে সেটা ঠিক করা হয়নি।



সেটা আমারও চিন্তা হচ্ছে! কমল ফাইজলামি করে বলেছিল যে, ”মাথা ফুটো করে সেন্সর বসাবো!”

গা সিরসির করেছিলো তখন। তবে বিশ্বাস করি নাই।
তবু গেলাম ওর সাথে।



হঠাৎ কমল ডেকে বলল, "এদিকে আয়, কাজ আছে..."
"কি কাজ?"
"সেরেব্রাল মাইক্রচিপ টেস্ট করব"
"এটা কি? ভয়ঙ্কর কিছু? কিভাবে করবি?"
"তেমন কিছু না, হেলমেটের মতো। তুই পরে দেখবি।"
"তেমন কিছু হইব নাতো?!"
"না, তুই চল"

আমাকে নিয়ে সোজা চলল স্টুডিওর দিকে।

স্টুডিওটা বেশ বড়। সবুজ দেয়াল। মূলত অ্যানিমেশন আর ভিডিও ডেভেলপমেন্টের জন্য এই রুম ইউজ হয়। আজ এখানে এটা কেন টেস্ট করবে সেটা বুঝে উঠলাম না।

তাওসিফ বলল, "ভয় পাস না। রিয়েল তাইম হিউম্যান সিমিউলেশনের সাথে এটাকে কানেক্ট করা হয়েছে।"
"ভয় পাচ্ছি না"
"৫ মিনিট, সমস্যা হলে বন্ধ করে দেবো।"
"কি বন্ধ করে দিবি? "
"পুরা অপারেটিং সিস্টেম"
"হু..."
"কি হু? সিরিয়াসলি তুমি ভাই এটার ভেতর যাচ্ছ! "
"হ্যাঁ!?!?"
"হ্যাঁ।"

 কাচের দেয়ালের ওপাশে জনির গ্রাফিক্সের টিম বসে আছে একগাদা যন্ত্রপাতির সামনে। বুঝলাম না এখানে কাজ কি।
মনে হয় কোনও রকম গ্রাফিক্স এখানে এন্ট্রি করা হয়েছে।
ওদের টিম "লিবারেট বাংলাদেশ" নামের গেইম তৈরি করেছে।

আমাকে একজন টেকনিশিয়ান চোখে বিশেষ ডিসপ্লে গগলস, কানে হেডসেট, আর হেলমেটের মতো সেরেব্রাল সেন্সরের ক্যাপ পরিয়ে দেয়া হল। আমাকে ধরে একটা চেয়ারে বসাল একজন। পুর সিস্টেম ওয়্যারলেস। হঠাৎ আমারও একটু ভয় করতে লাগলো।

ঠিক ৫ মিনিট পর সিস্টেম এনগেজ করা হল। এবং আমার মনে হল, যেন আমি একটা কালো গর্তে পরে গেলাম।


যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে আবছা অন্ধকার জায়গায় আবিস্কার করলাম। পড়ে গেলেও বোধ হয় ব্যাথা পাইনি।
নরম কিছুর ওপর পড়েছি। গায়ে কোনও ম্যাজম্যাজে ভাব নেই, ব্যাথাও নেই। একদিকে আলোর
পরিমান বেশি। সেদিকে বেরোবার রাস্তা থাকতে পারে।

দেখে মনে হচ্ছে খনিজ গুহা। উপরে স্টেলাগটাইটের ঝুড়ি। মানে সূচালো সাদা ঝুল। পুরো গুহা সাদা পাথরে পূর্ণ। হেঁটে হেঁটে গুহা মুখে পৌছালাম।
কিন্তু একটা বিশাল পাথর মুখ নব্বই শতাংশ আটকে রেখেছে। ফাঁক দিয়ে আলো আসছে। কিন্তু বের হবার মতো যায়গা নেই। শুধু শুধুী ঠেলতে গেলাম। আমাকে অবাক করে দিয়ে পাথর সরে গেল। নিজের এলেমে নিজেকেই সাবাস দিতেমন চাইলো!

বাহিরে পাথর আর পাথর। পাথুরে সমুদ্রতট। একটা শো শো আওয়াজ কানে লাগছিলো। প্রচুর বাতাস। একটু সামনে পাথর শেষ, বালি শুরু। পাশে উঁচু খাড়াই পাহাড়। আমার পিছনের ৩ দিকে পাহাড়। একপাশে সমুদ্র। আকাশ অস্বাভাবিক নীল। সূর্যটা পূবে। বুঝলাম কারন আকাশ তেমন একটা লাল নয়। আর ভাটা চলছে। জোয়ার-ভাটা আমি চিনি। সমুদ্রে বহুবার এসেছিলাম।
সাঁতারো ভালো জানি, পানিতে নেমে পড়লাম।
পানি ক্রিস্টালের মতো স্বচ্ছ, তবে নোনা। সাঁতরে কিছুদূর গিয়ে পিছে ফিরে তাকালাম। ১০০ গজ মতো এসেছি। মনে হচ্ছে একটা দীপপুঞ্জে আছি। তবে সন্দেহ রয়ে যাচ্ছে এটা মুল-ভুখন্ড না দীপ।

২৫ মিনিটের মাথায় তীরে ফিরলাম, হাতে ঘড়ি ছিল। পুরোপুরি জনমানব শূন্য উপকূল।
পাহাড় বেয়ে উঠে দেখব কিনা ভাবলাম...

তিনটা পাহাড়ের একটা কম খাড়াই। সেটা বেয়ে উঠবো বলে ঠিক করলাম।
অতি কষ্টে পাহাড় বেয়ে উঠতে লাগলাম। ৫০ মিটার মতো উঠতে লাগলো প্রায় ১ ঘণ্টাপর মাথায় উঠে এলাম।

আসলেই এটা একটা দ্বীপ। এখান থেকে সব পরিস্কার দেখা যাচ্ছে। দ্বীপের মাঝে একটা সবুজ ঘাসের মাঠ, চারিদিকে জঙ্গল। দুরেই একটা... হ্যাঁ, বাড়ির কাঠামো। এখানে বাড়ি?!

পাঁচ ছয় না ভেবেই মনে হল এখানে মানুষ থাকে। সোজা হাটতে লাগলাম বাড়িটার দিকে। দ্বীপ, তাই জন্তু জানোয়ার না থাকারই কথা। তবে প্রচুর পাখি আছে।

পাহারের উল্টোপাশ বেয়ে নামতে লাগলাম। পৌঁছলাম জঙ্গলের কোনায়। নেমেই মাথায় এল, দিক চিনতে যদি ভুল করি?

তখন পপ্রাচীন কিন্তু উপযোগী উপায়ে কম্পাস বানালাম। পাতার ওপর ঘড়ির ধাতব পিন চুলে ঘষে রাখলাম। সেটা কাছের একটা ডোবাতে রাখতেই উত্তর দক্ষিণ পেয়ে গেলাম। বাড়ি গোছের জিনিসটা দক্ষিনে। কম্পাসটা পকেটে ভরে হাঁটতে লাগলাম দক্ষিনে। বাড়িটায় যেতে ৩০ মিনিট মতো লাগলো। পাঁচশো মিটার মতো।

ভেতরে মানুষ থাকে বলেই মনে হল। ভেতরে বেশ কয়টি মিলিটারি এয়ারক্র্যাফটের সিট আর হ্যামক।
অনেকে থাকতো।
মনে হয় সেনাবাহিনির বিমান এখানে ক্রাশ করেছিলো।

একটা জেনারেটর পেলাম, ঘরের কোনে তেরপল দিয়ে ঢাকা। নয় টিন পেট্রোল। ছোট একটা ব্রিফকেইস কম্পিউটার। একটা বাক্সের ওপর ২ ফিটের মতো রাডারের মতো যন্ত্র। বিশটার মতো খাবারের টিন। বোতলে পানি।
নিচে একটা লাঠির মতো... এম৪ রাইফেল!
ম্যাগাজিন প্রায় খালি। একটা বাক্সে খুঁজে পেতে দু'টা ভর্তি ম্যাগাজিন পেলাম। সাথে একটা টর্চ।

কোমরের বেল্টে টর্চ গুঁজে রাইফেল হাতে বের হলাম। রাইফেল চালাতে পারি না। তবু হাতে রাখলে যেন অন্যরকম সাহস এসে পড়ে।
এই বাড়িটা পাথুরে কুঁড়ে ঘরের মতো। দ্বীপটার তীরের দেড়শ মিটার মতো ভেতরে। কাঠ, পাথর আর পাতার তৈরি।
সমুদ্রের দিকে যেতে একটা জেটির মতো যায়গা চোখে পড়ে।
সেই জেটির কাছে বেশ কিছু পায়ের ছাপ পেলাম, টাটকা। মনে হল, এখানে নৌকা আসা-যাওয়া করে। নউকার তলানির ছেঁচড়ানোর দাগ আছে।

আমি সব দেখে একটা টিলার ওপর চড়ে বসলাম। অপেক্ষা। এখানকার বাসিন্দাদের আসার অপেক্ষা।


প্রায় দুপুর দুটা বাজে বলে আন্দাজ হল। হটাৎ ঘড়ি কাজ করছে না। টিলায় একটা নারিকেল গাছ ছায়া দিচ্ছে। এমফোরের টার্গেট ফাইন্ডারে চোখ রাখলাম, ৫০০ মিটার অবধি রেঞ্জ। একটি তেপাতেপি করতেই বুঝে গেলাম কিভাবে চালায়।
টিলায় সুয়ে সমুদ্রে চোখ রাখছি।

ঝিমুনি লাগছে...

হঠাৎ একটা সিগাল দেকে উঠলো!

ঘুম ভেঙ্গে গেল। সূর্য দিগন্তে অস্ত যায়।

এই! সূর্যের মাঝে ওটা কি?!

একটা নৌকা! বুঝেছি! বাসিন্দা!

ওদের একজনের হাতে কিছু ঝিকমিক করছিল... বায়নোকুলার। এখন হাতে অস্ত্র রাখা শোভন দেখায় না। জে কেউই হোক, আমাকে ভালো মনে করবে না। অস্ত্র মাটিতে রেখে দিলাম। দুশো গজ মতো এলো। হাতে দূরপাল্লার এসভিডি রাইফেল।
গেইম ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সময় প্রচুর অস্ত্রের নাম জানা হয়ে গেছে।

প্রায় ৫০ গজ মতো আসার পর বুঝলাম লোকটা একা নয়।
ছাউনিতে ২জন আছে, একজন শুয়ে আছে। কিছু বাক্স তাদের সাথে। আমি টর্চ জ্বেলে সঙ্কেত দিলাম, এখানে মানুষ আছে।
মনে হল লোকটি আমার দিকে রাইফেল বাগালো! ভয় পেয়ে গেলাম! যদি গুলি করে!
না, গুলি করলো না। আমিও স্থির হয়ে দাড়িয়ে রইলাম। তারা পাঁচ মিনিতের মদ্ধেই তীরে নৌকা ভেরালো। একজঙ্কে ঘারে তুলে নিয়ে কুরে ঘরে ঢুকল।
 বোধহয় অসুস্থ বা আহত, বন্দিও হতে পারে। এরা কারা তবে?

সেই একজন, যার হাতে এসভিডি ছিল, রাইফেলের নল নিচে নামিয়ে আমার কাছে এলো।
ইংরেজিতে জিজ্ঞাশ করলো, তারপর আমায় অবাক করে বাংলায় বলল,
- তুমি কে?
- আমি সালেহিন, পথ হারিয়ে এসেছি।
- কিভাবে হারালে?
এর জবাব কিভাবে দেই?... যেভাবে এসেছি সেটা শুনলে নির্ঘাত পাগল ঠাওরাবে।
অবলিলায় বললাম, 'নৌকা দুবে এখানে এসে পড়েছি।'
'নৌকায় কোথায় যাচ্ছিলে?'
'চট্টগ্রাম'
'বাংলাদেশের চট্টগ্রাম?'
'হ্যাঁ।'
'তুমি এখন কোথায় জানো?!'
'কোথায়?'
'শ্রীলঙ্কার উপকূলে!'
'তোমরা কারা?'
'আমজনতা, বিদ্রোহী, যা খুশি তা বলতে পারো।'
আমি বললাম, 'তোমার নাম কি?'
'পিটার। আমার নাম পিটার কারুনারাত্ন। আমি শ্রীলঙ্কান। তুমি কি বাংলাদেশী? মনে তো হচ্ছে তাই...'
'হ্যাঁ, আমি বাংলাদেশী। তুমি বাংলা জানো কিভাবে?'
'শিখেছি, তোমাদের দেশে আমি ছিলাম।'

ইতস্তত করে বলেই ফেললাম,
'তোমরা রণাঙ্গনে কেনো?'
'মানে? ঠিক বুঝলাম না।'
'তোমরা যুদ্ধক্ষেত্রে কেনো?'
'বাংলা আমার ভালো শেখা হয় নি, আচ্ছা, কেনো যুদ্ধ করছি জানতে চাও?'
'হ্যাঁ!'
'বঙ্গোপসাগরে ইউরেনিয়াম পাওয়ার খবর জানোনা? দক্ষিন এশিয় দেশগুলো চাচ্ছিল সেটা একত্রে সংগ্রহ করতে। মাঝে কেউ বা কারা বাগড়া দিলো। দক্ষিন এশিয় দেশগুলোর মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলো।'
পিটার বলতে লাগলো,
' বর্তমানে মাফিয়ারা সেখানে পেট্রোল শিপ দিয়ে ঘিরে ইউরেনিয়াম চুরি করছে। এই ইউরেনিয়াম তারা তৃতীয় বিশ্ব থেকে চুরি করে পশ্চিমে পাঠাচ্ছে'
'বল কি??'
'কিন্তু মাফিয়া লিডার যে সে আত্মগোপন করে নেই! একটা বিলাসতরী নিয়ে ভূমধ্যসাগরে অবস্থানে আছে সে'
হটাৎ সে অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকাল, অনেকটা বুনো দৃষ্টি!
'তুমি কি তাদের গুপ্তচর নাকি?'
'কাদের? কি বলতে চাও? '
'মাফিয়াদের!'
'না, আমার সাথে তোমার সাক্ষাৎ হল দশ মিনিট না, তুমি সন্দেহ করছ?'
'আমি নিজেকে বাদে সবাইকে সন্দেহ করি'
'আচ্ছা, তবে আমাকে বিশ্বাস করতে পারো।'
'দেখা যাবে, আপাতত তোমাকে বিশ্বাস করলাম, বিশ্বাস ছাড়া টিকে থাকা যায় না এখানে'

আমি আর কিছু বললাম না, সন্ধ্যা হয়ে এলো। ওদের একজন আমাকে ডেকে নিয়ে গেলো কুঁড়ের কাছে। কথাবার্তায় জানলাম ওর নাম সঞ্জয়, থাকে ভারতের মধ্যপ্রদেশে। কিভাবে সে যুদ্ধে এসেছে জানতে চাইলে সে তার পরিবার হারানোর কথা বলল, তখন তার চোখ ছল ছল করছিল। হঠাৎ থেমে চোখ মুছে আবার আমার সাথে চলল। তখন বলল, 'আমি আর্মিতে লেফটেন্যান্ট ছিলাম, কোয়ার্টারে বলা নেই কওয়া নেই, একের পর এক মর্টার পরতে লাগলো। বাড়ির ওপরে আর্টিলারি এসে পড়ল, চোখ খোলার আগেই সব শেষ! বিতৃষ্ণায় ব্যাক্তগত কেস থেকে রাইফেল বের করে মাফিয়াদের শুট করতে লাগলাম, কিন্তু ওরা আমাকে ধরে ফেললো। পিটার তার দলবল নিয়ে ওদের ঘাঁটিতে হামলা করে, তখন থেকেই আমি এখানে ওদের সাথে আছি এই যুদ্ধে।'
আমি আর কোনও কথা না বলে আগুনের পাশে শুয়ে পড়লাম। বেশিক্ষন লাগলো না, ঘুমিয়ে গেলাম কখন বুঝতেও পারলাম না।

সকালে আমরা খাবার শেষ করলাম ভেড়ার মাংস আর শুকনো রুটি থেকে, পিটারের রসদে জমা ছিল এগুলো।
কথা বার্তা বলতে বলতে প্রায় দুপুর গড়িয়ে আসছে। তখনি আমরা একটা গানশিপের আওয়াজ পেলাম। সকলে তারাহুরো করে বাহিরে বেরিয়ে এলাম।

একটা নয়, দুটা নয়, পাঁচটা হাভক গানশিপ ছুটে আসছে। আমাদের খোঁজ পেয়েই মনে হয়।

হ্যাভক গানশিপ
পিটার তার দলকে চোখের ইশারা দিলো, সকলে যার যার রাইফেল তুলে নিলো। কিন্তু সে আর সঞ্জয় হাতে নিলো ছাঁদে বসানো সাইড উইন্ডার ২ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের কন্ট্রোল।

আর?

২ মিনিটেই ৩টা গানশিপ হেলিকপ্টার পরে গেলো পানিতে আর আমরা গুলি করে আরেকটা ফেলে দিলাম। অন্য একটা গুলি খেয়ে সমুদ্র তীরের গাছে বারি খেয়ে বিস্ফোরিত হল।

কিন্তু আক্রমন শেষ হল না, আমরা রিলোড করার সময় পেলাম কেবল। ধ্রুত সাইড উইন্ডারের আমো পূর্ণ করে দিলাম। মিসাইল মজুদ করা ছিল কুঁড়ের নিচের গুদামে। গুদাম দেখে আমিও বিশ্বাস করতে চাইনি, ভেতরে অত্তাধুনিক একটা রেডিও রুম। যেকোনো সিগ্নাল এখান থেকে জাম করে দেওয়া যায় এবং স্যাবট্যাজ করা যায়।

সাইড উইন্ডার এন্টি এয়ারক্রাফট মিসাইল

আক্রমন শুরু হল আবার ২০ মিনিট পর, এবার গান বোট থেকে। গুদাম থেকে আমরা মেশিন গান মাউন্ট করা ট্রলি বের করে আনলাম।
দ্রুত ৩ টা মেশিন গান তিনটা টিলার ফাঁকে সেট করা হল। তিনজন সেখানে পজিশন নিলাম।

পিটার আর সঞ্জিব একটা ছোট স্পীড বোট করে সেই দুইটা গান বোটের দিকে ধাওয়া দিলো, প্রথমে গান বোট গুলো পাত্তা না দিয়ে গুলি চালাতে লাগলো, ভাগ্যবশত কারও ক্ষতি হল না। কিন্তু তারা ভয় পেয়ে গেলো স্পীড বোটে বসানো গাইডেড মিসাইল দেখে, পিটার মিসাইল খরচ না করে কৌশলে গুলি চালালো।
কিন্তু রাইফেলে কতক্ষণ?

তীর থেকে গর্জে উঠলো তিনটা মেশিনগান, একটা গান বোটে আগুন ধরে গেলো, অপরটাতে আমরা সকলে আরেকটা বোট নিয়ে ধাওয়া করলাম।

কিছুক্ষনের মধ্যে আমরা অন্য গান বোটে উঠে পড়লাম, বন্দুক যুদ্ধে শত্রু সেনারা বেঁচে রইল না।

গান বোট এলো আমাদের দখলে...


তীরে ফিরে এলাম আমরা।

আমি বোটের নিচের একটা কক্ষ থেকে ষোল জন বিদ্রোহীকে বের করে আনলাম।

আমরা গান বোটে খুজতে লাগলাম প্রয়োজনীয় রশদ।

আমার মন রশদ সংগ্রহে ছিল না।
বোটের কম্পিউটার চালু করলাম।
ছাত্র জীবনে হ্যাকিং শিখেছিলাম, সে কথা কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।

কিন্তু ড্রোন কন্ট্রোল সারভারে এতো বড় বাগ????

বিশ্বাস করতে পারলাম না নিজের চোখকে!
ধ্রুত কিছু নিরাপত্তা কোড হ্যাক করে নিলাম। এবং পিটারকে ডেকে আনলাম।

সেও কিছু বিশ্বাস করতে পারছিল না।

সেদিন রাতেই আমি মাদার শিপের সন্ধান পেলাম, অবার করা বিষয়, আমাদের থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে ফগ জোনে, তাই দেখতে পারছিলাম না, এমনকি এরা রাডার শিল্ড ব্যাবহার করেছে!
ওদের স্যাটেলাইটের দখল নিয়ে নিলাম। কিন্তু এক্সেস কোড বদলালাম না, এতে ওরা বুঝে গিয়ে সার্ভার ডাউন করে দিতে পারে।
তখন এসবের কোনও মূল্য থাকবে না।

সেদিন ভোরে আমরা পরিকল্পনা করলাম, মাফিয়া নেতাকে সরাসরি হামলা করে হত্যা করা হবে।
আমি ড্রোন গুলো থেকে সতেরটা উরিয়ে দিলাম আর্মড পজিশনে। থেমে থেমে মাদার শিপের ওপর গোলা ফেলতে লাগলো সেগুলো। কিছু রবোকপটার থেকে মেশিন গান নিয়ন্ত্রণ করতে শুরু করলাম।
দ্রুত আমাদের ২৭ জনের দল ভয়ঙ্কর ভাবে সজ্জিত অবস্থায় আক্রমন করলো মাদার শিপ।

শুট টু কিল পজিশন,  দেখা মাত্র গুলি চালাচ্ছি, অবশ্যই সিভিলিয়ান বাদ দিয়ে।

আমরা ডিজিম্যাপ (ডিজিটাল + ম্যাপ) দেখে এগোচ্ছি, প্রায় চলে এলাম মাফিয়া বসের রুমের কাছে, সেখানে একটা ক্যানন প্রটেক্টিভ ষ্টীল দর লাগানো, হাল ছাড়লো না পিটার।
চুয়াত্তর হাজার মেগা ওয়াট লেজার বীম দিয়ে কেটে ফেললো দরজা!

কিন্তু সেটাই কাল!

প্রচণ্ড বিস্ফোরণ!

আমরা এদিক সেদিক ছিটকে পড়লাম।

আমি আর আট জন গুলো চালাতে লাগলাম।

বিশ্বাস হবে না নিজ চখে না দেখালে, তবে তখন করলাম, কারন নিজ চোখে দেখেছি!!

বস সম্পূর্ণ দেহে প্রটেক্টর স্যুট লাগিয়েছে, সেখানে ঘারের কাছে ছোট্ট একটা মিসাইল সেট!
হাতে একটা মিনিগান!

আর দেরি করলাম না, ব্যাক প্যাক থেকে সিফোর চারজার বের করে ছুড়ে দিলাম,
আর প্রচণ্ড আওয়াজ,
আর আমি অন্ধকারে,
সব নিকশ কালো!

ধরফর করে জেগে উঠলাম!
আমার মাথায় এখনো আই/ও প্রোব লাগানো! অবাক হচ্ছি! প্রথমে বুঝিনি আমি কোথায়, তারপর বুঝলাম আমি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট জোনে।

আমাকে দ্রুত পেইন কিলার দেওয়া হল। সকলে অবাক হয়ে আছে।

কারনটা হল, ঘড়িতে তখন মাত্র পাঁচ মিনিট হয়েছে! 
আরও পড়ুন

মিনি পার্টি লাইট ডেকোরেশন

মিনি পার্টি লাইট ডেকোরেশন
আসসালামু আলাইকুম,
পার্টি লাইট জিনিসটা খুব মজার। এটা অনেকে ১৫০ - ২০০ টাকায় কিনে নেন।
আমি আপনাদের ১০০ টাকায় বানানো শিখিয়ে দেবো।

এই আইডিয়াটা আমি নিজে বের করেছি। কেউ জানেন থাকলে কপিরাইট রাখতে পারেন, সমস্যা নেই।

প্রথমে, আপনি ইলেকট্রনিক্সের দোকান থেকে নিচের পার্টস গুলো যোগার করুন।
  • স্বচ্ছ রঙিন এলইডি (আপনার ইচ্ছামত রঙ্গের এবং পরিমানের, দাম একপিস ৩ টাকা)
  • একটা মাল্টিকালার এলইডি, ৪ কালারের বাতি বললেও হবে। (একপিস ৫ টাকা)
  • নোকিয়া ১২০০ মোবাইলের চার্জার থেকে মোটা পিনের কনভার্টার (১৫ থেকে ২০ টাকা)
  • তার ৩ গজ (১৫ টাকা)
এখন, নিচের ডায়াগ্রাম দেখে আপনার পছন্দ মতো লাইট বোর্ড ডিজাইন করুন।


এখন কনভার্টারের আউটপুট মাথা কেটে "+" ও "-" তার বের করে নিন। এবং আপনার লাইট বোর্ডের সাথে জুড়ে দিন।



এবার ফলাফল আপনিই দেখতে পারবেন।

আরও পড়ুন

পিতাগণ,মাতাগণ, সন্তানদের একটু সমর্থন দিন

পিতাগণ,মাতাগণ, সন্তানদের একটু সমর্থন দিন
এমন কোনও খবর শোনেননি বলে মনে হয় না, আপনার এলাকার অমুকের বাবা অমুককে জোর করে মেডিক্যালে ভর্তি করে দিয়েছে। অথবা এঞ্জিনিয়ারিং পড়তে কোথাও আডমিট করে দিয়েছে।
এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে।

এতে লাভ কি হচ্ছে জানেন? হ্যাঁ, ছেলেটি বা মেয়েটি হয়তো এমবিবিএস ডাক্তার হল, অথবা এঞ্জিনিয়ার হল।
কিন্তু সে যে অন্যকিছু হতে চেয়েছিলো সে খবর কে রাখে?

রোয়ান অ্যাটকিনসনকে চিনেন? সারা পৃথিবী তাকে " মিস্টার বিন " বলেই চেনে। তার ব্যাকগ্রাউন্ড কি জানেন?
উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তার বাবা-মা তাকে মেরিন ইঞ্জিনিয়ার বানাতে চাইলেন, আর পৃথিবী তাকে চিনল একজন বিখ্যাত কমেডিয়ান হিসাবে।

আমি এই পোস্ট আমার বাবার ওপর রাগ করেই করছি। তিনি আমার ওপর হতাশাবাদি। তার একটাই উক্তি,"তোমার দ্বারা কিছুই হবে না"
আমার এই কথাগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করা ছাড়া কোনও উপায় নেই।
পারিনাতো গুরুজনের সাথে বেয়াদবি করতে।

আমি এখনো বাবাকে জানাইনি যে আমি ভারতে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাম লিখিয়েছি। ইনশাআল্লাহ্‌ আমি একদিন তাকে মেডেল এনেই চমকে দেবো।

একজন ছেলে বা মেয়ে যখন স্বপ্ন দেখে, আমি বিজ্ঞানি হব, প্রযুক্তিবিদ হব। আর অভিভাবক মাঝে দিয়ে তার নিজ স্বপ্ন পুরনের জন্য তাদের স্বপ্ন নষ্ট করে দেন। এতে কি হয় জানেন? সে এটা ওএসবিহীন বায়স যুক্ত কম্পিউটারে পরিনত হয়। সে কাজ করবে, চাকরি করবে, কিন্তু কোনও আনন্দ পাবে না। জীবনটা বিস্বাদময় হয়ে থাকবে তার কাছে।

আমার মতে এই কারনেই আমাদের বাংলাদেশে বৈজ্ঞানিক হয় না, প্রখ্যাত পরমানুবিদ তৈরি হয় না।

দয়া করে আমাদের মতো স্বপ্নদ্রষ্টাদের একটু সমর্থন দিন, নাহলে এদেশের উন্নতি এই পর্যন্তই আটকে থাকবে।

আরও পড়ুন

কিভাবে এল ইন্টারনেট?

কিভাবে এল ইন্টারনেট?
আসসালামু আলাইকুম,

কেমন আছো বন্ধুরা? আমি জানি তোমরা ভাল আছো।

আচ্ছা, আমরা প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু আমরা কি একবারও এর ইতিহাস জেনেছি? না জানলেও সমস্যা নেই, আজ আমরা জেনে নিবো।

ইন্টারনেটের ধারনা আসে মূলত ১৯৫০ সালে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক লিওনার্ড ক্রাইনরক আরপানেটের মাধ্যমে একটা অসংলগ্ন বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটে পাঠান। আরপানেট নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আরপানেট হল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ১৯৬৯ সালে একটি নেটওয়ার্ক তৈরি করে। আরপানেট (ARPANET) এর পূর্ণরুপ Advance Research Project Agency Network. এটিই ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক। যাই হোক, আগের কোথায় আসি। সেই নেটওয়ার্কটির একটি অংশ, মানে এক প্রান্ত ছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় এবং অপর প্রান্ত ছিল স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটে । ক্রাইনরকের পাঠানো এই বার্তা ছিল ইন্টারনেটের প্রথম কোন তথ্য! আজকের ফেসবুক বা টুইটার যারা বানিয়েছেন, তাদের মাথায় যে ভাবনা ঘুরতো, ক্রাইনরকের মাথায় একই চিন্তা ঘুরতো। সহজে কিভাবে প্রতিটি মানুষ তথ্য আদান প্রদান করতে পারে।


তখন ইন্টারনেট সেরা বৈজ্ঞানিক আবিস্কার হলেও ব্যাবহারসুলভ ইন্টারনেট আসে সত্তরের দশকে। এই পুরদস্তুর ইন্টারনেট আসার জন্য সবচেয়ে বড় অবদান রাখে আইপি (IP) বা ইন্টারনেট প্রটোকল স্যুট। এই ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে একসাথে লক্ষাধিক আরপানেটের মত কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া সহজ হয়ে গেল। এভাবে এর পরিধি বাড়তে লাগলো। এই আন্তঃসংযোগকে নাম দেওয়া হল ইন্টারনেট। অর্থাৎ, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। সংক্ষেপে ইন্টারনেট। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের প্রোগ্রামার রেমণ্ড সামুয়েল টমলিনসন একটি ইমেইল সিস্টেম বানান যাকে SNDMSG বা READMAIL নাম দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি আরপানেটের জন্য উপযোগী একটি ইমেইল সিস্টেম বানান। তিনিই প্রথম প্রাপক চিহ্নিত করার জন্য @ চিহ্ন ব্যাবহার করেন যা এখনো ব্যাবহার করা হয়।

আশির দশকে ডোমেইন বা .কম ও .ওআরজি এর উৎপত্তি হল। ফলে ওয়েবসাইটের সংখ্যা বাড়তে লাগলো।

১৯৮০ সালে ইউরোপের (CERN) এর গবেষক টিম বারনারস লী WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিস্কার করলেন।

এবং তিনিই ১৯৮৯ সালে এইচটিটিপি (HTTP) আবিস্কার করেন, এতে অনলাইনে অতি সহজে এবং ধ্রুত তথ্য পাঠানো সম্ভব হল।

এতেই হল বাজিমাত! এখন যেকোনো মানুষ কীবোর্ডে কিছু অক্ষর আর মাউসের এক ক্লিকেই বিশ্ব হাতের মুঠোয় আনতে পারে !
আরও পড়ুন

অ্যালবামঃ হোক কলরব

অ্যালবামঃ হোক কলরব

অ্যালবামঃ হোক কলরব
আর্টিস্টঃ অর্ণব



হোক কলরব

ডাউনলোড

লিরিকঃ

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ?
অসম্ভবে কখন কবে,
মেঘের সাথে, মিল হল ক্যান ?   ।।

হক অযথা , এসব কথা
তাল না হয়ে তিল হল ক্যান?
কুয়র তল, বিষণ জলে ,
খাল না হয়ে ঝিল হল ক্যান?   ।।
দুত্তুরি ছাই , মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে, নীল হল ক্যান ?  (হল ক্যান)

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ?
অসম্ভবে কখন কবে,
মেঘের সাথে মিল হল ক্যান ?  ।।
দুত্তুরি ছাই , মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ? 

লাল না হয়ে নীল ।
খাল না হয়ে ঝিল ।
তাল না হয়ে তিল ।
ফুল না হয়ে চিল, হল ক্যান?   ।।

বাক্সে বাক্সে

ডাউনলোড

লিরিকঃ

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা ।।

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা ।।
বাক্সে বাক্সে ঘুরে বেড়ায়
যাচ্ছে উড়ে আঁকার পাতা
গানের খাতা

ছোট বড় রঙীন বাক্স
ভিড় করেছে সবুজ মাঠে ।।
রোদ বৃষ্টি বাক্সে করে
বাক্সে আছি অন্ধকারে

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা. ।।

ভালোবাসা তারপর

ডাউনলোড 

লিরিকঃ

কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।

চালাক তুমি

ডাউনলোড 

লিরিকঃ

চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

হুরমুরিয়ে সব কিসের তাড়ায়
মরছি ছুটে সবাই ।
ভিড়ছি দলে ভাবছি না তো
তোমার কাছে কি চাই?
চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

ছাই হয়েছে ভাবনা অনেক,
মন দিতে চায় পারি ।
দূরেই দূরে থাক তুমি,
তোমার সাথে আড়ি  ।।
বাড়ি গাড়ি, ব্যস্ত শহর,
কলের মধ্যে কল ।
দ্রুব তাঁরা মোর করল চুরি, ওই
কালো ধোঁয়ার তল ।

ছল করে তাই, হচ্ছ বোকা ,
থাকছ একা একা ।
অনেক কথায় রইল জমে ।
বলব হলে দেখা ।       ।।
(ধা......... ধারা ধারা ধারা ধারা...... ধারা ধারা ধারা...
ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধা... ধারা ধা।)

মুহূর্ত

ডাউনলোড


তওফীকঃ মুহূর্ত কেন এতো বড় সময় কেন এতো ফাঁকা আকাশের সব দুঃখ কেন দু চোখের জল দিয়ে ঢাকা টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে সময় না না বলে ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে মন যাকে বোঝে

প্রকৃত জল

ডাউনলোড

লিরিকঃ

প্রকৃত জল খুজে ব্যাড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত
জানলা তুমি আকাশ দ্যাখাও
আমরা কজন অথবা একাও
আমরা কজন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও
নীলের ভেতর নীল তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল।

প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা কজন অথবা একাও

তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম

শব্দ

ডাউনলোড

লিরিকঃ

শব্দ তোরা বেড়াতে যাসনা কেন
শব্দ তোদের গভীর দুঃখ দান (২)
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙ্গুর বাজানো গান (২)
শব্দ তোমরা ক্লান্ত করেছো খুব
আর তোমাদের দেহলীতে যাবনা (২)
একা পাশে পেলে ধরবো তোমার হাত
শব্দ তুমি একলা অনন্যা
শব্দ তোমার ধূসর মলিন বেশ
বাজার দরে বিকোও দশটা হাতে
ছটফটে রাত এলোমেলো পায়চারী
শব্দ আমি ঘুমোবো তোমার সাথে

সময় কাটে

ডাউনলোড 

লিরিকঃ


সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে

ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ

শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে

না জেনে ফেরারী এ মন

পিচ গলা তরলে আটকে পা

দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে

অসতর্ক হৃদয় পোষ মানে

মিথ্যে বলার আফশোসে।

সকালে বিকালে উঠে রোজ অকালে

গোলে মালে ফাঁক তালে

বাসে ঝুলে বেহালে

আজ নেই, কাল নেই মাল নেই

ঘুরে ঘুরে গাল দেই

আকাশে বাতাসে

মুখখানা ফ্যাকাশে

তাই বুঝি একা সে

মনে মনে ভাবে সে

সকালে বিকালে তালে তালে

বাসে ঝুলে বেহালে

ঘুর ঘুর ফুর ফুর

নাকে হাওয়া সুর সুর

লাগিয়ে বাগিয়ে

লোকজন রাগিয়ে

টিকাটুলি বাড্ডায়

অলিগলি আড্ডায়

বকাবে ঠকাবে

শুধু দিয়ে চা খাবে

রোজ রোজ খোঁজ খোঁজ

যে বোঝার সেই বোঝ

ডিম পোচ

তোমার জন্য

ডাউনলোড 

লিরিকঃ

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমায় লাগে ভালো।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

তোর জন্য

ডাউনলোড 

লিরিকঃ

তুই কি জানিস না তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে

জানিসনা কি তুই ঠিক যখনি ছুঁই তোর চোখের পাতা, চুল; অমনি ফোটে ফুল



তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা

তুই নেই বলে মনে শুধু করে খাঁ খাঁ

তুই নেই বলে একলা শালিখ ডাকে

তুই নেই বলে মধু নেই মৌচাকে

তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল

তুই আসবি আসবিটা কবে বল।



তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত

বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে তিন



তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে

তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই

তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি

সুরে দূর থেকে ডাকে, মধ্যে রাস্তার বাঁকে

তুই রয়েছিস তাই ওদের সাথে যাই

তুই কি জানিস না

ডাউনলোড 

লিরিকঃ

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…
আরও পড়ুন

ফেসবুক

ফেসবুক
আসসালামু আলাইকুম,

ফেসবুক চালান না কে কে? প্রায় সকলেই চালান মনে হয়। যারা এখনো চালাচ্ছেন না, তারা নিশ্চয়ই চালানোর জন্য একাউন্ট খুলবেন বলে ভাবছেন।

আসুন জেনে নিই এর আদ্যোপান্ত...

ফেইসবুক মূলত সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত করা হয়। আপনি কোনও খরচ ছাড়াই ফ্রিতে এখানে সাইন আপ করে ইউজ করতে পারবেন। 


এর মালিক হলো ফেসবুক ইনকর্পোরেটেড।
এই সাইটে একজন ইউজার বন্ধু বানানো, বার্তা পাঠানো এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ইউজার শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক গ্রুপে যুক্ত হতে পারেন।

মার্ক জুকারবার্গ


মার্ক জাকারবার্গ, এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেস একসাথে ফেসবুক নির্মাণ করেন।ওয়েবসাইটটির সদস্যরা প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই ছিলেন, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য খুলে দেওয়া হয়। সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন ইউজার!!
facebook
ফেসবুক হেডকোয়ার্টারের ভেতর

মার্ক জাকারবার্গ যখন হার্ভার্ড'এ তার ২য় বর্ষে পড়ছিলেন, তখন অক্টোবর ২৮, ২০০৩ এ তৈরি করেন ফেসবুকের পূর্বপুরুষ সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের ৯ টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যাবহার করেন। তিনি দুইটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষারথিদের ভোট দিতে বলেন। কোন ছবিটি হট(!) আর কোনটি হট(!) নয়। 'হট অর নট'। এজন্য মার্ক জুকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্য কেন্দ্রে হ্যাক করে প্রবেশ করেন। ফেসম্যাস সাইটে মাত্র ৪ ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২০০০ ছবিতে অন লাইন এর মাধ্যমে ভোট দেন।

ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। ফেসবুকের ব্যবহার সময়ের অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফেব্রুয়ারি ২০১৫ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে। যা বিস্ময়কর!

www.facebook.com


আরও পড়ুন

মোট পাতাদর্শিত