একটা অসাধারন অ্যাকশন গেইম " ফাইনাল ফরট্রেস"
ইউদা গেইমস তৈরি করেছে এই গেইমটি। মূলত ফ্ল্যাশ আনিমেশন গেইম হিসেবেই আছে এটি ।
আপনি এখানে একটা ক্যানন অপারেট করবেন।
শত্রুপক্ষ আপনার ফরট্রেস দখল নিতে গুলি করবে, এয়ার এটাক করবে।
পারলে অ্যাটম বোমাও ছুঁড়বে। আর্টিলারি ছুঁড়বে।
যদি আপনি আর্টিলারি থেকে শহর বাচাতে পারেন তবে বোনাস টাকা পাবেন। না বাচাতে পারলে টাকা কাঁটা যাবে।
আপনাকে লেভেল শেষ করে টাকা দিয়ে মেশিন গান, স্যাম টারেট, গ্রেনেদ লঞ্চার ইত্তাদি কিনে নিতে হবে।
ইচ্ছা হলে মাইন ও পুতে দিতে পারেন।
গেইমটির ফ্ল্যাশ ভার্সনে কম লেভেল আছে। তবে ফুল ভার্সন দেওয়ার চেষ্টা করবো।
অথবা,
ইউদা গেইমস তৈরি করেছে এই গেইমটি। মূলত ফ্ল্যাশ আনিমেশন গেইম হিসেবেই আছে এটি ।
আপনি এখানে একটা ক্যানন অপারেট করবেন।
শত্রুপক্ষ আপনার ফরট্রেস দখল নিতে গুলি করবে, এয়ার এটাক করবে।
পারলে অ্যাটম বোমাও ছুঁড়বে। আর্টিলারি ছুঁড়বে।
যদি আপনি আর্টিলারি থেকে শহর বাচাতে পারেন তবে বোনাস টাকা পাবেন। না বাচাতে পারলে টাকা কাঁটা যাবে।
আপনাকে লেভেল শেষ করে টাকা দিয়ে মেশিন গান, স্যাম টারেট, গ্রেনেদ লঞ্চার ইত্তাদি কিনে নিতে হবে।
ইচ্ছা হলে মাইন ও পুতে দিতে পারেন।
গেইমটির ফ্ল্যাশ ভার্সনে কম লেভেল আছে। তবে ফুল ভার্সন দেওয়ার চেষ্টা করবো।
অনলাইনে খেলুন জিআর+ 'এ Download 3MB
অথবা,