আগেই জেনে নেই চাপ কি?
কোনও নির্দিষ্ট একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে চাপ বলে।
মানে ধরি, একটি বর্গাকার সুইচ। এর দৈর্ঘ্য চার বাহুতে সমান। মানে এক বাহু 4 সেমি. হলে ক্ষেত্রফল 42 বর্গ সেমি. বা 16 বর্গ সেমি.
এই ষোল বর্গ সেমি. জায়গায় আমি যত জোরে বল প্রয়োগ করব সেটাই হল চাপ।
একে সমীকরন ও অঙ্কে p দ্বারা প্রকাশ করা হয়।
চাপের একক প্যাসকেল বা Nm-2 (নিউটন/মিটার২)
চাপ নির্ণয়ের সুত্র হল,
এখানে, F হল প্রযুক্ত বল (নিউটনে) ও A হল ক্ষেত্রফল (বর্গ মিটারে)