*3rd Person
*Released on 2013
*Action
*PC Requierments : *CPU:2.6 Ghz (dual core)
*GPU:512 MB (INTERNAL)
*RAM:1 GB (DDR3)
*OS:7/8/8.1
*Publlisher:Rockstar Games™
*Developer:Rockstar Games NORTH™
*GamePlay:
ম্যাক্স পেইন ৩ এর মূল গেম-প্লে ফিচার হলো এর স্লো-মোশন অথবা “বুলেট টাইম” ইফেক্টটি।
যা এককথায়অসাধারণ দারুণ! গেমটির দুনিয়ার অধিকাংশ ডিটেইলস
একমাত্র বুলেট টাইম ইফেক্টের মাধ্যমে পাওয়া যাবে।
গেমটিতে “পরিবেশ বুলেট টাইম” নামে নতুন
একটি ইফেক্ট রয়েছে যেখানে গেমটির স্পিড
স্লো হয়ে যাবে এবং প্লেয়ার এর গতি বেড়ে যাবে।
গেমটির ইন-ওয়ার্ল্ড এর অধিকাংশ অবজেক্টসমূহ
ধ্বংসযোগ্য।
গেমটি নতুন ফিচার হিসেবে কভার সিস্টেম
এসেছে যা জিটিএ ৪ গেমটির মতো। তবে নির্মাতের
মতে এই ফিচারটি তেমন ব্যবহার না করলেও চলবে।
শত্রুদের মরার দৃশ্য বিভিন্ন রকম হবে তাদের উপর আঘাতের
ভিক্তি করে। গেমটি রয়েছে ডুয়াল-ওয়েলডিং অস্ত্র
সিস্টেম, এতে দুই হাতে দুই রকমের অস্ত্র বহন
করা এবং প্রয়োগ করা যাবে।
যেমন, ম্যাক্স একই সময় সাব-
মেশিন অস্ত্র এবং পিস্তল ব্যবহার করতে পারবে।
এছাড়াও গুলিবর্ষণের ইফেক্টকে আরো উন্নত এবং জীবন্ত
করা হয়েছে যেখানে ম্যাক্স আরো জীবন্ত
ভাবে জমীনে পড়বে।
গেমটিতে নতুন ফিচার হিসেবে আরো রয়েছে “লাস্ট
ম্যান স্ট্যান্ডিং”। এটি একটি নতুন ফিচার যেখানে,
ম্যাক্স এর লাইফ শেষ পর্যায়ে থাকলে এটি একটিভ
হবে এবং গুলি এবং পেইনকিলার না থাকলেও
অটোমেটিক ভাবে বুলেট টাইম একটিভ হবে। যদি এরপর
শত্রু কিংবা শত্রুগুলোকে মারতে পারো তাহলে বুলেট
টাইম শেষ হবে এবং একটি পেইনকিলার পাবে।
তবে শোয়া হতে উঠার সময় পর্যন্ত ম্যাক্স
গুলি ছোঁড়তে পারবে না। তাই ম্যাক্স
যদি একটি শত্রুভর্তি রুমের মধ্যে জাম্প
মারে তাহলে সেকেন্ডের
মধ্যে ক্রসফায়ারে পড়তে পারে।
ম্যাক্স পেইন ৩ গেমটি চেকপয়েন্ট অনুসারে গেম সেভ
করে এবং কুইক-সেভ ফিচারটি সর্মথন করে না।
মজার কথা হলো ম্যাক্স পেইন ৩ এবং জিটিএ ৫ গেমটির
টেস্ট করা হয়েছে একই সাথে!
*Story:
গেমটির স্টোরি সেট করা হয়েছে ম্যাক্স পেইন ২গেমটির ৯ বছর পর। পটভূমি হচ্ছে সাও পাউলো, ব্রাজিল
এবং Shantytowns হিসেবে “ফ্যাভেলাস” কে ফিচার
করে। গেমটির কাহিনীতে Cidade De Deus এবং Tropa De
Elite ব্যাপক ভূমিকা রাখে। ম্যাক্স পেইন ৩ গেমটি “ম্যাক্স
পেইন” দুনিয়ায় সেট করা হলেও গেমটির সাথে ম্যাক্স
পেইন ছবিটির কোনো সম্পর্ক নেই।
ম্যাক্স পেইন তার পরিবার হারানোর ১৪ বছর এবং আগের
গেমটির ৯ বছর পর . . .
ম্যাক্স নিউ ইর্য়ক পুলিশ ডিপার্টমেন্ট হতে অবশর
নিয়েছে আলকোহল এবং পেইনকিলারে আসক্ত
হয়ে পড়ায়।
এক রাত্রে ঝগড়ার সুত্রপাত ধরে লোকাল মোব বস এর
একমাত্র ছেলেকে খুন করে ফেলে এবং এর ফলে একজন
মার্কড ম্যান হয়ে যায় ম্যাক্স। পরে ম্যাক্স তার
পুরোনো বন্ধু প্যাসোস কাজের আমন্ত্রণে ব্রাজিলের
এক ধনী পরিবারে বডিগার্ড হিসেবে কাজে যোগ
দেয়।