· Action / Adventure
· 3rd Person
· Released in 2014
· PC Requirements :
· CPU: 2.13 Ghz
· RAM : 4 GB
· GPU : 1 GB + VRAM
· Direct X : 11
· HDD : 26 GB
· Publisher & Distributor : EA
· Platforms : PS3, 4, xBox, iOS, Android, Windows.
জাদুর নগরী ডেদাস । ডেদাসের কাছেই এক ত্রাশ মন্দির যার নাম Temple of Scared Ases.
হঠাৎ এই মন্দিরের কাছে সবুজ রঙের বিস্ফোরণ হল !
এই বিস্ফরনের মাধ্যমে আগমন ঘটে কয়েকজন জাদুকরের।
তারা ডেদাসের জন্য নিয়ে আসে শান্তির বার্তা।
কিন্তু এমন ভাবে আগমনকে প্রশ্নবিদ্ধ করে সত্যপিপাসু কাসান্দ্রা নামের যোদ্ধা।
এই প্রশ্নে মনঃক্ষুণ্ণ হয় জাদুকরদের।
পরমুহুরতে তারা কাসান্দ্রাকে জাদুবলে পাঠিয়ে দেয় এক ত্রাসের নগরীতে।
গেমারকে নিজেকে খেলতে হবে কাসান্দ্রার চরিত্রে।
বাঁচাতে হবে সেই নগরীকে এবং নিজেকে।