*3rd Person.
*PC Requerments:*CPU:1.70 Ghz (Single Core)
*GPU:64 MB (Internal)
*RAM:128 MB (DDR1)
*OS : 98/XP/7/Vista
Details:
Developer: রকস্টার নর্থPublisher:রকস্টার গেমস
Distributor: টেক টু ইন্টারেক্টিভ
Engine: রেন্ডারওয়ার্স
Released: ২৭শে অক্টোবর,২০০২
ভাইস সিটি একটি ওপেন ওয়ার্ল্ড
একশন-এডভেঞ্চার গেম যা নির্মান করেছে “রকস্টার নর্থ”
এবং প্রকাশ করেছে “রকস্টার গেমস”। এটি জিটিএ
সিরিজের ৬তম গেম এবং এবং ২য় থ্রিডি। গেমটির কিছু
অংশ জিটিএ থ্রি থেকে নেয়া হয়েছে। এর
পটভূমি হিসেবে নির্বাচন করা হয়েছে ১৯৮০ সালের
আমেরিকান কালচারের উপর! যা ১৯৮৬ সালের ভাইস
সিটি(মিয়ামি)
স্টোরিলাইনঃ
টমি একজন হিটম্যান। সে ১১জন কে খুন করারঅভিযোগে ১৫বছর জেল খাটার পর মুক্তি পায়। টমির
আগে একজন বস ছিল যার নাম “সনি ফোরেলি”(আসল খলনায়ক)।
আর টমিকে জেল খাটার ভিতরে তারও হাত ছিল।
সনি মনে করত যে টমি আমার
ওখানে ঝামেলা করবে একারনে সে তাকে “ভাইস
সিটি”তে পাঠিয়ে দেয়। টমি এরপর একটি ড্রাগ
ডিলে যায় তবে কিছু সন্ত্রাসীরা তাদের ড্রাগ-ট্রাগ
লুটে নেয় এবং সকল বডিগার্ডকেও মেরে ফেলে তবে টমি ও
রোজেনবার্গ কোনো মত সেখান থেকে পালিয়ে যায়।
এরপর সে সনিকে ফোন করে সব বলে । কিন্তু
সনি বলে যদি সে যদি এগুলো ফিরিয়ে না আনে তাহলে তার
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে(মানে থ্রেট
করে আরকি)। টমি সনিকে বলে যে সে তার সকলজিনিস
তাকে ফিরিয়ে দেবে এবং তাদের খুন করবে। এরপর টমির
পরিচয় হয় একজন কর্নেল এর সঙ্গে। যার নাম করটেজ। টমির
করটেজ এর মেয়ের সাথেও পরিচয় হয় তারপর সে কর্নেল এর
হয়ে অনেক কাজ করে। সে রিকার্ডো ডায়াজ নামে একজন
কে বাচায়। একসময় সে জানতে পারে কর্নেলের
কর্মী গঞ্জালেজ এর জন্য দায়ী। তবে টমির
সাথে আগে ল্যান্স নামে একজনের সাথে পরিচয় হয়। ল্যান্স
তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য টমির সাথে কাজ
করে। গঞ্জালেজের কথা শুনে টমির আগেই ল্যান্স
সেখানে যায় তাদের মারতে কিন্তু পারেনা।
পরে টমি তাকে বাচিয়ে নিয়ে আসে। এরপর
ডায়াজকে টমি হত্যা করে এবং পুরো ভাইস সিটির
রাজা হয়ে যায় এবং সে নিজের একটা গ্যাং ও বানায়।
টমিই থাকে তার প্রধান। এটা দেখে ল্যান্সের রাগ
করে কারন সে একা কেন প্রধান হবে??? এরপর টমি ল্যান্স
কে হত্যা করে! এরপর সনি ও টমিদের
মধ্যে মারামারি চলতে থাকে একসময় সনি বলে দেয়
যে টমির জেল খাটার পেছনে আমার হাত আছে।
টমি হয়ে যায় “কিং অফ ভাইস সিটি”…………………….
Charecters:
টমি ভারসেটিসনি ফোরেলি
কেন রোজেনবার্গ
ল্যান্স ভ্যান্স
কোলোনেল জুয়ান গারছিয়া কর্টেজ
রিকার্ডো ডায়াজ
কেন্ট পল
এভেরি ক্যারিংটন
আম্বেরতো রোবিনা
আন্টি পাউলেট
স্টেফেন স্কট
“বিগ” মিচ বেকার
ফিল ক্যাসিডি
বিজে
ক্যান্ডি সুক্সক্সক্স
এলেক্স শুরুব
ম্যান্ডি হ্যানসন
ডোরিস
ডাউনলোড লিঙ্কঃ
হাইলি কম্প্রেসেড(১০০%)