Alien: Isolation
· Action/ Adventure
· Released in 2014
· 1st Person
· PC Requirments:
1. CPU : Core 2 Duo E6600 2.4 Ghz
2. RAM: 2 GB DDR5/3
3. GPU: 1GB
4. HDD: 13 GB
5. Direct X: 9 or Up
6. OS: Windows 7/8/8.1/10
· Platforms: PS4,Xbox 360,Xbox 1 & Windows.
২১৩৭ সাল। বিশ্বের সেরা নভোচারীদের একজন আলান রিপ্লে।
নানা নতুন তত্থ আবিষ্কার করতে তার জীবনের অর্ধেক কেটেছে মহাকাশে।
শেষবার ওঠার সময় একমাত্র মেয়ে আমান্দাকে কথা দিয়েছিলেন, তার ১১তম জন্মদিনে উপস্থিত থাকবেন।
কিন্তু, অপেক্ষা করতে করতে কেটে যায় ১৫ বছর।
বাবা আর আসেননি...
বর্তমানে বাবার মতো অনেকেই হারিয়ে জেতে থাকে।
হটাৎ একদিন সিভাস্তপল নামের জায়গায় জাহাজের সিগ্নালে অদ্ভুত কিছু দেখে আমান্দা।
যখন তারা গন্তব্বে আসলো, তারা দেখেনিলো সবাই আছে নাকি।
গেমারকে খেলতে হবে আমান্দার চরিত্রে। মারতে হবে শত্রু এলিয়েনদের....