ফারক্রাই ৪

ফারক্রাই ৪ 



ফারক্রাই এর নামের সাথে এর গেম এর কোন মিল না থাকলেও গেমে গল্প অসাধারন থাকে।আমার দেখা এই সিরিজের গেমগুলাই তাদের প্রতিটি পর্বে গ্রাফিক্স ও গেমপ্লেতে উন্নতি করে যাচ্ছে। গেমস এর ডিরেকসন অনেকটা 'মোর দেন এ গেম'।ডিরেক্টর এতে এডাল্ট সিন সংযোজন করতেও পিছপা হন নি। যাই হোক এবার গেম সম্পকে কিছু বলা যাক.
  • গেম:- ফারক্রাই ৪
  • গেমের ধরন:-ফাস্ট-পারসন শুটার
  • ইঞ্জিন:-এখনো জানা সম্ভব হয় নি
  • ডিরেক্টর :- এলেক্স হাচরেনসন
  • ডেভেলপার :-ইউবিসফট মনট্রিল।
  • সহযোগী :-ইউবিসফট রেডস্ট্রম,ইউবিসফট
  • সাংহাই, ইউবিসফট কেইব
  • মুক্তি পেয়েছে:- নবেম্বর ১৮ ,২০১৪ [নর্থ আমেরিকা]
  • নবেম্বর ১৮,২০১৪ [ইউরোপ ]
  • নবেম্বর ২০,২০১৪ [অস্ট্রেলিয়া ]
গেমপ্লে :-আগের পরবের মত এটিও ওপেন ওয়াল্ড ফিচার সমথন করে।তবে এটি প্লেয়ার এর স্কিল অনেক আপডেট হয়েছে রানিং, স্ক্রোল ,কমবেট এ অনেক নতুন কিছুসংযোজন হয়েছে।যেমন এবার নিজেরগাড়ি থেকে শত্রুপক্ষের গাড়িতে একলাফে যাওয়া যাবে।এছাড়াও এবার কোন জিনিসে লাথি মারাও যাবে,যেমনটা ক্রাইসিস সিরিজে দেখা যায়।পরিবেশের এর সাথে মিল রেখে খেলোয়াড় কে নিয়ে উচু পাহাড় এ উঠাও যাবে। সাথে থাকছে নতুন কিছু প্রানি,যাদের সচরাচর হিমালয়ে পাওয়া যায়।এর একটি হলহাতি ।এবং এতে চড়াও যাবে:O।এছাও এতে এমন একটি হেলিকপ্টার দেখা যাবে, যা আগে কখনো কোনগেম এ দেখা যায় নি। আরসাথে অসাধারন লেন্ডস্কেপ যা আপনারমন জুড়াতে যতেস্ট।


গল্প:-গেমে আপনাকে অজয়
ঘালের ভুমিকায়
আপনাকে খেলতে হবে।যে কিনা সদ্য
তার জন্মস্থল কায়রাতে আসে,এবং এসেই
গেমের ভিলেন পাগান মিনের
সাথে ঝামেলাতে জড়িয়ে পড়ে।
এ নিয়ে গেমের গল্প এগিয়ে চলে।



গেমস রিকোয়ারমেন্ট:
র‍্যাম মিনিমাম ৪ জিবি
প্রসেসর মিনিমাম ২.৬৬ গিগাহার্জ
এইচডিডি ৩০ জিবি
জিপিইউ ১ জিবি
ওএস উইন্ডোজ ৭
ডাইরেক্ট এক্স ১১

Tag: Farcry 4 


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত