আইফনের রিংটোনে চক্রাকারে ঘোরে পিঁপড়েরা!!!

হ্যাঁ, বেশ মজার ভিডিও এটা।
ভাইরা ভিডিও ল্যাব প্রকাশ করেছে ভিডিওটি। ইউটিউবে তুলে দেওয়ার ভিডিওটি জনপ্রিয় হয়ে পড়ে। এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, আইফোনের রিংটোন ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।

পিঁপড়ারা অনেক সময় চৌম্বকক্ষেত্র ব্যবহার করে নিজেদের গুছিয়ে নেয়। চৌম্বকক্ষেত্রের প্রভাবে প্রতিক্রিয়াশীল অ্যান্টিনার মতো অঙ্গ রয়েছে তাদের। বহু দূর থেকেও তারা এর প্রভাব বুঝতে পারে এবং দলটিকে গুছিয়ে নিতে পারদর্শী।



সুত্রঃ সময় নিউজ




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত