গ্রাফিক্স কার্ড বা GPU




গ্রাফিক্স কার্ড বা GPU









1-GPU কি?






-- GPU এর পুর্ন রুপ অনেকেরই জানা-- Graphics Processing Unit।


এটি মোবাইলের Graphics, মানে কালার কম্বিনেশন, ভাল ছবি তৈরী এর কাজ করে।


এখন আপনারা যারা PC ব্যাবহার করেন তারা জানেন যে PC এর গ্রাফিক্স কার্ড থাকে। মোবাইলের Gpu হল এই গ্রাফিক্স কার্ড।


2-GPU এর কাজ কি?

 আপনার মোবাইলের গ্রাফিক্স বিষয়ক যাবতীয় সকল কাজ করে। যেমন- HD Games, HD Movie Play, HD Video Play ইত্যাদি। আপনার মোবাইলে ভাল মানের HD Games খেলার জন্য Gpu এর কোনো বিকল্প নেই। যেমন ধরেন- Galaxy Y এ ছোট খাট ভাল কোয়ালিটির গেমস্ সাধারন ভাবেই সাপোর্ট করে, কিন্তু উচ্চ গ্রাফিক্সের গেম খেলা যায় না, এর কারন হল-- কম রেজুলেশনের ডিস্প্লে এবং Gpu নেই। বড় সাইজের HD Games গুলি Gpu ছারা চলবে না।

3-Gpu এর প্রকারভেদ--- 

--বর্তমানে একেক মোবাইলে একেক কোয়ালিটি, একেক কম্পানীর Gpu দেখা যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে সেরা কিছু Gpu হল--- Adreno 330, 320 , PowerVR sgx 540, Mali 400mp, এগুলো হল সেরা এবং দামী মোবাইলগুলোতেই পাবেন। এখন ভাল কোয়ালিটির HD Games খেলতে আপনার মোবাইলে Adreno 305/225,PowerVR sgx 531, Nvidia Gpu থাকা লাগবে।



এখন ন্যুন্যতম ভাল মানের HD Games খেলতে Adreno 200/220 Gpu ভাল হবে। এর নিচে হলে সমস্যা।











Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত