কফিকাপ এইচটিএমএল এডিটর

আমরা অনেকেই HTML বা ওয়েবপেজ ডিজাইনইং করতে চাই।
এর জন্য একটি ওয়েব ডেভেলপার টুল দরকার হয়।
আমি একটি ওয়েব ডেভেলপারের খোজ দিচ্ছি তোমাদের।



CoffeeCup HTML editor


এটিকে ক্র্যাক সহ একটি জীপ ফাইল করে দিলাম।
সফটওয়্যারটি ডিফল্ট ভাবে নিচের অ্যাড্রেসে থাকবে।
এই লিঙ্কটি স্টার্ট বাটন ক্লিক করে সার্চ বক্সে পেস্ট করে এন্টার চাপো,তাহলে ফোল্ডারটি পেয়ে যাবে।
file:\\C:\Users\%USERNAME%\AppData\Roaming\CoffeeCup Software

যেভাবে সেটআপ ও প্যাচ করবে,

১ম ধাপঃ

সেটআপ ফাইল ওপেন করো।


২য় ধাপঃ

নেক্সট ক্লিক করো।




৩য় ধাপঃ

নেক্সট ক্লিক করো।কোন চেঞ্জ করো না।


চতুর্থ ধাপঃ

টিক দিয়ে নেক্সট ক্লিক করো।




৫ম ধাপঃ

নেক্সট দাও।



ষষ্ঠ ধাপঃ

উপরে ও নিচের,এই দুটি ক্লিক আনচেক করে দাও।


৭ম ধাপঃ

প্যাচারটি ওপেন করো।


ম ধাপঃ

প্যাচারের মাঝের লেখাটিতে ক্লিক করো।



৯ম ধাপঃ

"Yes" ক্লিক করো।



১০ম ধাপঃ


১১তম ধাপঃ

file:\\C:\Users\%USERNAME%\AppData\Roaming\CoffeeCup Software

এটা স্টার্ট বাটনের সার্চে পেস্ট করলেই ফোল্ডারটি দেখা যাবে।
উপরের হার্ডড্রাইভ লিঙ্ক থেকে "coffee.exe" বের করো।


ব্যাস! এইবার এই এডিটর তৈরি!

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত