অ্যালবামঃ হোক কলরব

অ্যালবামঃ হোক কলরব
আর্টিস্টঃ অর্ণব



হোক কলরব

ডাউনলোড

লিরিকঃ

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ?
অসম্ভবে কখন কবে,
মেঘের সাথে, মিল হল ক্যান ?   ।।

হক অযথা , এসব কথা
তাল না হয়ে তিল হল ক্যান?
কুয়র তল, বিষণ জলে ,
খাল না হয়ে ঝিল হল ক্যান?   ।।
দুত্তুরি ছাই , মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে, নীল হল ক্যান ?  (হল ক্যান)

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ?
অসম্ভবে কখন কবে,
মেঘের সাথে মিল হল ক্যান ?  ।।
দুত্তুরি ছাই , মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ? 

লাল না হয়ে নীল ।
খাল না হয়ে ঝিল ।
তাল না হয়ে তিল ।
ফুল না হয়ে চিল, হল ক্যান?   ।।

বাক্সে বাক্সে

ডাউনলোড

লিরিকঃ

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা ।।

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা ।।
বাক্সে বাক্সে ঘুরে বেড়ায়
যাচ্ছে উড়ে আঁকার পাতা
গানের খাতা

ছোট বড় রঙীন বাক্স
ভিড় করেছে সবুজ মাঠে ।।
রোদ বৃষ্টি বাক্সে করে
বাক্সে আছি অন্ধকারে

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা. ।।

ভালোবাসা তারপর

ডাউনলোড 

লিরিকঃ

কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।

চালাক তুমি

ডাউনলোড 

লিরিকঃ

চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

হুরমুরিয়ে সব কিসের তাড়ায়
মরছি ছুটে সবাই ।
ভিড়ছি দলে ভাবছি না তো
তোমার কাছে কি চাই?
চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

ছাই হয়েছে ভাবনা অনেক,
মন দিতে চায় পারি ।
দূরেই দূরে থাক তুমি,
তোমার সাথে আড়ি  ।।
বাড়ি গাড়ি, ব্যস্ত শহর,
কলের মধ্যে কল ।
দ্রুব তাঁরা মোর করল চুরি, ওই
কালো ধোঁয়ার তল ।

ছল করে তাই, হচ্ছ বোকা ,
থাকছ একা একা ।
অনেক কথায় রইল জমে ।
বলব হলে দেখা ।       ।।
(ধা......... ধারা ধারা ধারা ধারা...... ধারা ধারা ধারা...
ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধা... ধারা ধা।)

মুহূর্ত

ডাউনলোড


তওফীকঃ মুহূর্ত কেন এতো বড় সময় কেন এতো ফাঁকা আকাশের সব দুঃখ কেন দু চোখের জল দিয়ে ঢাকা টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে সময় না না বলে ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে মন যাকে বোঝে

প্রকৃত জল

ডাউনলোড

লিরিকঃ

প্রকৃত জল খুজে ব্যাড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত
জানলা তুমি আকাশ দ্যাখাও
আমরা কজন অথবা একাও
আমরা কজন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও
নীলের ভেতর নীল তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল।

প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা কজন অথবা একাও

তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম

শব্দ

ডাউনলোড

লিরিকঃ

শব্দ তোরা বেড়াতে যাসনা কেন
শব্দ তোদের গভীর দুঃখ দান (২)
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙ্গুর বাজানো গান (২)
শব্দ তোমরা ক্লান্ত করেছো খুব
আর তোমাদের দেহলীতে যাবনা (২)
একা পাশে পেলে ধরবো তোমার হাত
শব্দ তুমি একলা অনন্যা
শব্দ তোমার ধূসর মলিন বেশ
বাজার দরে বিকোও দশটা হাতে
ছটফটে রাত এলোমেলো পায়চারী
শব্দ আমি ঘুমোবো তোমার সাথে

সময় কাটে

ডাউনলোড 

লিরিকঃ


সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে

ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ

শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে

না জেনে ফেরারী এ মন

পিচ গলা তরলে আটকে পা

দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে

অসতর্ক হৃদয় পোষ মানে

মিথ্যে বলার আফশোসে।

সকালে বিকালে উঠে রোজ অকালে

গোলে মালে ফাঁক তালে

বাসে ঝুলে বেহালে

আজ নেই, কাল নেই মাল নেই

ঘুরে ঘুরে গাল দেই

আকাশে বাতাসে

মুখখানা ফ্যাকাশে

তাই বুঝি একা সে

মনে মনে ভাবে সে

সকালে বিকালে তালে তালে

বাসে ঝুলে বেহালে

ঘুর ঘুর ফুর ফুর

নাকে হাওয়া সুর সুর

লাগিয়ে বাগিয়ে

লোকজন রাগিয়ে

টিকাটুলি বাড্ডায়

অলিগলি আড্ডায়

বকাবে ঠকাবে

শুধু দিয়ে চা খাবে

রোজ রোজ খোঁজ খোঁজ

যে বোঝার সেই বোঝ

ডিম পোচ

তোমার জন্য

ডাউনলোড 

লিরিকঃ

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমায় লাগে ভালো।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

তোর জন্য

ডাউনলোড 

লিরিকঃ

তুই কি জানিস না তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে

জানিসনা কি তুই ঠিক যখনি ছুঁই তোর চোখের পাতা, চুল; অমনি ফোটে ফুল



তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা

তুই নেই বলে মনে শুধু করে খাঁ খাঁ

তুই নেই বলে একলা শালিখ ডাকে

তুই নেই বলে মধু নেই মৌচাকে

তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল

তুই আসবি আসবিটা কবে বল।



তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত

বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে তিন



তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে

তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই

তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি

সুরে দূর থেকে ডাকে, মধ্যে রাস্তার বাঁকে

তুই রয়েছিস তাই ওদের সাথে যাই

তুই কি জানিস না

ডাউনলোড 

লিরিকঃ

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত