3v জেনারেটিং মিনি সোলার প্যানাল

মজাই হতো যদি ক্যালকুলেটরের সোলার প্যানাল দিয়ে মোবাইল চার্জ করতে পারতাম।

আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ৩x৩ মিমি. সোলার প্যনালের দাম দেখে টাস্কি খেলাম, টেকসপে এর এক পিসের দাম ১৪৫ টাকা।

কি করবো? পুরাতন জিনিসের দোকান থেকে চারটে নষ্ট সোলার পাওয়ারড ক্যালকুলেটর যোগার করলাম।

সেগুলোর প্যানাল দিয়ে একটা একটা সিরিজ সংযোগ সেল বানালাম।

মানে একটার নেগেটিভের সাথে আরেকটার পজিটিভ।


সেটাই একটা ৩ ভোল্টের সোলার প্যানাল হয়ে গেল। আর সাথে একটা ২২০০ uF 16v ক্যাপাসিটর সেট করে দিলাম।
আমার টেবিল ঘড়ি দিব্যি চলে। তবে, আমি এখনো মোবাইল চার্জার নিয়ে কাজ করছি।

এই ক্যাপাসিটরের দাম নেবে ২০ বা ১৫ টাকা।




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত