প্রতি পোস্টে লাগান আলাদা লাইক বাটন!



আসসালামু আলাইকুম,
ভালই হত যদি প্রতি পোস্টে লাইক বাটন থাকতো, তাও কোন লগইন ছাড়া!
সেটাই করবো আমরা, এটা কাস্টম লাইক বাটন, অফিশিয়াল ফেসবুক লাইক বাটন নয়।





নিজের মতো পছন্দের লাইক বাটন পেতে এই লিঙ্কে যেতে পারেন।Website plan: Free সিলেক্ট করে কাস্টমাইজ করুন। এবার পাশের কোড কপি করে নিন।


Template > Edit HTML এ যান। এবার <data:post.body/> কোডটা সার্চ দিন। চারবার কোডটা পাবেন। প্রতিবার কোডের পরে আপনার কপি করা কোড পেস্ট করুন। ব্যাস!

আমার মত যোগ করতে-
<!-- LikeBtn.com BEGIN --><span class="likebtn-wrapper" data-theme="github" data-i18n_like="Like" data-identifier="likeButton1" data-show_dislike_label="true"></span><script>(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");</script><!-- LikeBtn.com END -->

Template > Edit HTML এ যান। এবার <data:post.body/> কোডটা সার্চ দিন। চারবার কোডটা পাবেন। প্রতিবার কোডের পরে উপরের কোড পেস্ট করুন।

সোর্সঃ ব্লগার মুত্তাকী

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত