চাপঃ ২ - তরল পদার্থের পাত্রের তলদেশের ওপর চাপ

আগের পোস্টে আমরা চাপ সম্পর্কে জেনেছি।

না পড়লে পরে নাও।



প্রথমে একটি একুরিয়ামের কথা চিন্তা করি। এর দৈর্ঘ্য ১০ সেমি. প্রস্থ ৫ সেমি. এবং উচ্চতা ৯ সেমি.

এর নীল দাগ পর্যন্ত বিশুদ্ধ পানিতে ভর্তি।


এই একুরিয়ামের তলের ক্ষেত্রফল ধরি A

এখন এই বিশুদ্ধ পানি যেহেতু পাত্রে বা একুরিয়ামে আছে, সেই পানি নিশ্চয়ই তলদেশকে চাপ দিচ্ছে?

এখন কিভাবে এই চাপের পরিমান নির্ণয় করবে?


আমরা জানি, P = F/A

এখানে আমরা A পাই, (10 x 5) বা, 50 বর্গ সেমি. বা 0.5 বর্গ মিটার
কিন্তু F ???



যেহেতু, A ক্ষেত্রফলের ওপর শক্তি বা বল = পানির (তরলের) ওজন

আবার, পানির ওজন = পানির ভর x অভিকর্ষজ ত্বরণ [ যেহেতু, w = mg ]

= v Þ g

= AhÞg

= (পানির আয়তন x পানির ঘনত্ব) x g










Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত