আসসসালামু আলাইকুম,
কেমন আছেন? ঈদ কি ভালই গেল?
হয়তোবা আমার ও আমার গ্যাংএর প্রথম মডিফাইড গেইমটি দেখেছেন বা খেলেছেন।
না থাকলে এই লিঙ্ক ফলো করতে পারেন।
এইবার আমরা তার আল্টিমেট ভার্সন ( মডিফিকেশন ) তৈরি করেছি।
এবারেও আমার ফুল গ্যাং (মাহফুজ হোসেন মাহিন) আমায় হেল্প করেছে।
এইবার আমরা নতুন মোডে যেসব ফিচার দিয়েছি,
কেমন আছেন? ঈদ কি ভালই গেল?
হয়তোবা আমার ও আমার গ্যাংএর প্রথম মডিফাইড গেইমটি দেখেছেন বা খেলেছেন।
না থাকলে এই লিঙ্ক ফলো করতে পারেন।
এইবার আমরা তার আল্টিমেট ভার্সন ( মডিফিকেশন ) তৈরি করেছি।
এবারেও আমার ফুল গ্যাং (মাহফুজ হোসেন মাহিন) আমায় হেল্প করেছে।
এইবার আমরা নতুন মোডে যেসব ফিচার দিয়েছি,
- স্টার্টে ৫০০০০০ টাকা
- স্ট্রিটে কমব্যাট হেলিকপ্টার।
- প্রত্যেকটি নতুন গাড়ি, বোট, এয়ারক্র্যাফট।
- নতুন গ্রাফিক্স।
- নতুন টেক্সচার।
- নতুন ওয়েপন।
- প্রতি রাস্তায় র্যাম্প।
- স্পিডোমিটার।
- সব মিশন আনলক।
- নতুন কার্সর ও ক্রসহেয়ার।
- প্লেলিস্ট।
এখানে কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম,
নতুন ক্রসহেয়ার |
বাইকের নস! |
পুলিশের বাইক পুলিশ না, আপনি চালাবেন! |
কমেঞ্চ কমব্যাট কপটার! |
স্ট্যাচু অফ লিবার্টি?!? |
রাস্তার পাশেই র্যাম্প |
আকাশের নতুন টেক্সচার! |
একটু স্টান্ট ১ |
একটু স্টান্ট ২ |
এক্তু স্টান্ট ৩ |
একটু স্টান্ট ৪ |
হেলিকপ্টারের স্টান্ট!!!! |